ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় জঙ্গী হামলা ॥ নিহতদের নামে তিন সড়কের নামফলক

প্রকাশিত: ০৪:০৭, ১১ জানুয়ারি ২০১৭

শোলাকিয়ায় জঙ্গী হামলা ॥ নিহতদের নামে তিন সড়কের নামফলক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ জানুয়ারি ॥ শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গী হামলার ঘটনায় সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র ছিল। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্যই এই জঙ্গীবাদের সৃষ্টি করেছে। আর যারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ চায় না তাদের বাংলাদেশের মাটিতে থাকা উচিত নয়। মঙ্গলবার দুপুরে গত ঈদ-উল-ফিতরের দিন জঙ্গী হামলায় নিহত দুই পুলিশ ও গৃহবধূ ঝরণা রানী ভৌমিকের নামে শোলাকিয়া ঈদগাহ এলাকায় তিনটি সড়কের নামফলক উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান ওই মন্তব্য করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বাস্তবায়িত শোলাকিয়া এলাকার পূর্বাশা ক্লাব মোড় থেকে ঈদগাহ শহীদ জহিরুল ইসলাম সড়ক, পূর্বাশা ক্লাব মোড় থেকে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সবুজবাগ মোড় শহীদ আনছারুল হক সড়ক এবং আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সবুজবাগ মোড় থেকে সবুজবাগ এলাকা ঝরণা রানী ভৌমিক নামে তিনটি সড়কের নামফলক উদ্বোধন করেন। পরে ডিআইজি পৌরসভার পক্ষ থেকে দেয়া নিহত দুই পুলিশ সদস্যসহ তিনজনের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা অনুদান তুলে দেন। এ সময় পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান পিপিএম, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাসাইলে বিএনপির সম্মেলন পণ্ড অভ্যন্তরীণ কোন্দল নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ জানুয়ারি ॥ বাসাইল উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন প- হয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভ্যন্তরীণ কোন্দল, পুলিশের বাধা, স্থান নির্ধারণে স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তহীনতায় উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন প- হয়ে গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা জানান, সম্মেলনের স্থান উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয় নির্ধারণ করা হয়। কিন্তু জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন উপজেলার কলিয়াতে আরেকটি ভেন্যু নির্ধারণ করে মঙ্গলবার বিকেল ৩টায় সেখানে যাওয়ার জন্য আহ্বান জানান। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের অনেকেই দ্বিমত পোষণ করলে বিষয়টি ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনকে জানালে তিনি সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন জানান, প্রথমে স্থানীয় কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতি নিলে পুলিশের বাধায় স্থান পরিবর্তন করে পৌর এলাকার কালিবাড়ীতে সম্মেলন করার প্রস্তুতি নেয়া হয়। সেখানেও পুলিশ বাধা দেয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম খান বলেন, পুলিশ বিএনপির সম্মেলনে কোন প্রকার বাধা সৃষ্টি করেনি।
×