ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ভারি যান চাপায় আনসার সদস্য নিহত

প্রকাশিত: ০৪:০৫, ১১ জানুয়ারি ২০১৭

সোনারগাঁয়ে ভারি যান চাপায় আনসার সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ জানুয়ারি ॥ সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ভারি মাল ওঠা-নামানোর যান ফকলিফ চাপায় পিষ্ট হয়ে আনসার সদস্য হযরত আলী (৪৫) নিহত হয়েছে। পুলিশ নিহত আনসার সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ফকলিফ চালক বিজন কুমার ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তাসনিম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কর্মরত আনসার সদস্য হযরত আলী গেটে কর্মরত ছিল। এ সময় ওই কোম্পানির মাল বহনের যান ফকলিফ তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ফকলিফ চালক বিজন কুমার ভৌমিককে গ্রেফতার করেছে। নওগাঁয় নিহত এক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, মঙ্গলবার নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। এদিন সকালে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পাবলিক মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পতœীতলার প্রাণীসম্পদ অধিদফতরের কর্মচারী আব্দুল মজিদ (৫২) নিহত হয়েছেন। ঘটনার সময় নজিপুর থেকে সাপাহারগামী কয়লাবাহী দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ মারা যান। বরিশালে আহত ৪০ স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত ১২ শিক্ষার্থীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠী এমআর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলিয়ে তারা ১১৫ জন শিক্ষা সফরের উদ্দেশে দুটি বাসযোগে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশে মঙ্গলবার সকালে রওনা হন।
×