ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামদর্দের বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:০৪, ১১ জানুয়ারি ২০১৭

হামদর্দের বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠিত

সোমবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়াস্থ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, আয়েশা (রা:) মহিলা কামিল মাদ্রাসা, হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং হাকীম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে বার্ষিক মহাসম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব কাজী গোলাম রহমান। আহ্বায়ক ছিলেন হামদর্দের মোতাওয়াল্লি ও সিনিয়র পরিচালক ড. হাকীম রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লে. জে. আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অব)। -বিজ্ঞপ্তি এমপিকে হাজির না করায় অভিযোগ গঠন শুনানি ফের পেছাল মুক্তিযোদ্ধা ফারুক হত্যা নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ জানুয়ারি ॥ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির না করায় মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। এর আগেও দুবার এমপি রানাকে হাজির না করায় মামলার অভিযোগ গঠন হয়নি। টাঙ্গাইলের অতিরিক্ত সরকারী কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে মঙ্গলবার শুনানি গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, এমপি আমানুর রহমান খান রানাকে বুকের ব্যথার কারণে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার চিকিৎসা দেয়া হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন গাজীপুরের চিকিৎসকরা। তাই তাকে হাজির করা যায়নি। পরে আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন তারিখ দিয়েছে।
×