ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:০৪, ১১ জানুয়ারি ২০১৭

সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১০ জানুয়ারি ॥ সিংগাইরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদ- এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গোয়ালঘরে ঝুলিয়ে রাখে আলমগীর। পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরই পুলিশ আসামি আলমগীরকে গ্রেফতার করে। ২০১৪ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালতে আসামির জামিনের আদেশ হলে তিনি ১৬ ফেব্রুয়ারি ছয় মাসের অন্তর্বর্তীকালিন জামিন পান। এর পর সর্বশেষ ২৩ জুলাই আদালতে হাজিরা দেন আলমগীর। এর পর থেকে আলমগীর পালিয়ে থাকেন। আলমগীর হোসেনের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার কালিদাসপুর গ্রামে। বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ভার্সিটি চ্যাম্পিয়ন শনিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ডিবেট ফর ডেমোক্র্যাসি ও এটিএন বাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। এ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ এক লাখ টাকা পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফএম আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এমএ সবুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মোঃ মোস্তফা কামাল ও এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান। ইউসিবি পাবলিক পার্লামেন্টে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করে ইবাইস ভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ভার্সিটি। -বিজ্ঞপ্তি। সমাবর্তন গাউন সংগ্রহের সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটদের সমাবর্তন গাউন আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিতরণ করা হবে। স্থান : জাতীয় বিশ^বিদ্যালয়ের নগর কার্যালয়, বাড়ি ৫৮, রোড ৮/এ, ধানম-ি, ঢাকা। সশরীরে উপস্থিত হয়ে বা প্রত্যায়িত প্রতিনিধির মারফত উল্লেখিত সময়ে সমাবর্তন গাউন সংগ্রহ করা যাবে এবং গাউন সংগ্রহের সময় প্রমাণপত্র হিসেবে নিবন্ধনের কনফার্মেশন কপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। সমাবর্তনে গ্র্যাজুয়েটবৃন্দের চূড়ান্ত তালিকা এবং কে কোন কক্ষে আসন গ্রহণ করবেন তা যথাসময়ে ওয়েবসাইট ww(w.nu.edu.bd) ও কনভোকেশন সাইটে ww(w.convocation.nu. edu.bd) প্রকাশ করা হবে। -বিজ্ঞপ্তি
×