ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার রেল সেক্টরে আরও চমক দেখাবে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:০২, ১১ জানুয়ারি ২০১৭

সরকার রেল সেক্টরে আরও চমক দেখাবে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিশ্বের রোল মডেলখ্যাত ডিজিটাল বাংলাদেশের রূপকার ও উন্নয়নের কা-ারী বঙ্গবন্ধুর কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ে সেক্টরে একের পর এক চমক দেখাবে। ইতোমধ্যে ভারত ও ইন্দোনেশিয়া থেকে নতুন রেলকোচ এনে রেলসেবা বৃদ্ধি করা হয়েছে। আগামীতে বুলেট ও দ্রুতগতিসম্পন্ন ট্রেন চলবে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রতিটি এলাকায় রেলের ডবল লাইন চালু করা হবে। প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে। দেশের কোন জেলা রেল নেটওয়ার্কের বাইরে থাকবে না। এ জন্য রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে ৪৬টি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি জানান, ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ আরও বাড়বে। নীলফামারীর চিলাহাটি হতে ভারতের হলদীবাড়ি রেলপথ চালু করা হবে। এমনকি অদুরভবিষ্যতে সিলেট থেকে আসামের পথেও ট্রেন চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের সামনে তুলে ধরার প্রয়াসে নীলফামারী হাইস্কুল মাঠে তিন দিনব্যাপী চলমান উন্নয়ন মেলায় মঙ্গলবার দুপুরে “বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ তুলে ধরার পাশাপাশি প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আফতাব উদ্দিন সরকার এমপি, শওকত চৌধুরী এমপি, সফুরা বেগম রুমী এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ মোঃ সালাহউদ্দিন, অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। গ্রীন ভার্সিটিতে কর্মশালা গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেমিনার হলে ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং এ্যান্ড রিসার্চ (এফএলটিআর)-এর উদ্যোগে ৫ থেকে ৭ জানুয়ারি ২০১৭ পর্যন্ত তিন দিনব্যাপী টিচিং ফর একটিভ লার্নিং শীর্ষক সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়েছে। এ কোর্সে ৬টি সরকারী ও ১৪ বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪২ শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন। এফএলটিআর-এর চেয়ারম্যান প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির এ সার্টিফিকেট কোর্সের পরিচালক ও মুখ্য ফ্যাসিলিটেটর ছিলেন। এ কর্মশালার বিভিন্ন সেশনসমূহ পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আনদালিব ও প্রফেসর ইমেরিটাস ড. মনজুর আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাহার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনজুরুল ইসলাম, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইউসুফ এম ইসলাম, ইউল্যাবের সিইটিএলের পরিচালক ড. সাকিব আহসান এবং গ্রীন ইউনিভার্সিটির জিইউসিইটিএলের ইকবাল আহমেদ ও হাসান আল জুবায়ের রণি প্রমুখ। -বিজ্ঞপ্তি
×