ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৩:৫৯, ১১ জানুয়ারি ২০১৭

বিএসএমএমইউতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচে স্থাপিত জাতির জনকের মুর‌্যালে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর মূর‌্যালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা এবং ডক্টরস হল সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বার্ষিক পিঠা উৎসব-২০১৭ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, এ্যান্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ হাসানাত, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন, উপ-গ্রন্থাগারিক ডাঃ রোকেয়া সুলতানা, উপ-রেজিস্ট্রার ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ডাঃ শাহজাদা সেলিম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×