ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপানে বার্ষিক ক্ষতি ১ লাখ কোটি ডলার!

প্রকাশিত: ০৩:৫৭, ১১ জানুয়ারি ২০১৭

ধূমপানে বার্ষিক ক্ষতি ১ লাখ কোটি ডলার!

ধূমপানে প্রতিবছর বিশ্ব অর্থনীতির ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং বিশ্ব সংস্থার এক যৌথ গবেষণার পর এমনটাই হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ধূমপানের এই ক্ষতি তামাক থেকে যে পরিমাণ কর আহরিত হয় তাকেও ছাড়িয়ে গেছে অনেক দূর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ২০১৩-১৪ অর্থবছরে তামাকজাত পণ্যের কর থেকে আয় হয়েছে ২৬৯ বিলিয়ন বা ২৬ হাজার ৯০০ কোটি ডলার। স্বাস্থ্যসেবায় অতিরিক্ত ব্যয় এবং উৎপাদনশীলতা নষ্ট হওয়ার কারণে এই ক্ষতি হয় বলে জানা গেছে ওই গবেষণায়। -অর্থনৈতিক রিপোর্টার বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো ‘এক্স ফোর প্রো’ বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো ‘এক্স ফোর প্রো’। এটি প্রিমো ‘এক্স’ সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সেট। উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং মাল্টি টাস্কিং স্মার্টফোনটিতে রয়েছে সুপার ফাস্ট ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। যা ফোনে সংরক্ষিত ব্যক্তিগত সকল তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে নতুন এই ফোনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন), মোঃ হুমায়ুন কবীর (পিআর এ্যান্ড মিডিয়া), অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিমসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের পাশাপাশি সারাদেশে সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউলটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই সেট। -অর্থনৈতিক রিপোর্টার
×