ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আধুনিক প্রযুক্তির প্লাস্টার মেশিন আনল নানজিবা সলিউশনস

প্রকাশিত: ০৩:৫৭, ১১ জানুয়ারি ২০১৭

আধুনিক প্রযুক্তির প্লাস্টার মেশিন আনল নানজিবা সলিউশনস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো নানজিবা স্টিল স্ট্রাকচার সলিউশনস লিমিটেড বাজারজাত করছে ভবন তৈরি প্লাস্টার মেশিন। চীন ও জার্মানি থেকে আমদানি করা হচ্ছে এসব মেশিন, যা ভবন তৈরির ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ কমাবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর রুমি মিলনায়তনে আধুনিক প্রযুক্তিতে ভবন তৈরিতে প্লাস্টার মেশিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানজিবা স্টিল স্ট্রাকচার সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন চায়নার গ্রেড সিটির চেয়ারম্যান মিস্টার রং, জেনারেল ম্যানেজার মিস মিরিওয়াং এবং নানজিবা সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক চাঁদ সুলতানা। সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের বলেন, ভবন তৈরির ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশ প্রথম। টাকার পাশাপাশি এ প্রযুক্তিতে ভবন তৈরিতে সাশ্রয়ী হবে সময়ও। এছাড়া ম্যানুয়াল কাজের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ ভাগ খরচ বেচে যাবে। ভবন তৈরির অতি প্রয়োজনীয় উপকরণ সিমেন্ট বালির খরচ কমে আসবে ৪০ শতাংশ পর্যন্ত। চলতি মাসেই মোটরসাইকেল রফতানি করবে রানার অর্থনৈতিক রিপোর্টার ॥ এ মাসেই আন্তর্জাতিকবাজারে মোটরসাইকেল রফতানি করবে রানার অটোমোবাইলস লিমিটেড। এছাড়া চলতি বছরেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সম্পন্ন উচ্চ ক্ষমতার বিখ্যাত ইউএম-রানার ব্র্যান্ড মোটরসাইকেল বাজারজাত শুরু হবে বলে জানিয়েছেন রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘বার্ষিক ডিলার কনফারেন্স-২০১৭’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রানার অটোমোবাইলসের ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মাসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা।
×