ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল থেকে পাট প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৩:৫৬, ১১ জানুয়ারি ২০১৭

কাল থেকে পাট প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার ॥ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দেশের বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদিত হওয়া পাটপণ্য সম্পর্কে বিদেশী ক্রেতারা খুব একটা বেশি জানতে পারে না। তবে একই ছাদের নিচে দেশের নানা প্রান্তে উৎপাদিত হওয়া পাট পণ্যের প্রদর্শনীর ফলে দেশের পাট শিল্প সম্পর্কে সহজেই জানতে পারবে দেশী ও বিদেশী ক্রেতারা। ১৩৫টি পাটপণ্যের এই প্রদর্শনীর মাধ্যমে পাটের হারানো সোনালি ঐতিহ্যও উঠে আসবে বলে প্রত্যাশা আয়োজকদের। ১২ জানুয়ারি মনিপুরী পাড়ায় জেডিপিসি সেন্টারের এই বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। মঙ্গলবার সকালে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের পাট শিল্পের খুঁটিনাটি ও অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীর বিস্তর তথ্য তুলে ধরেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বহুমুখী পাটপণ্যের ক্ষেত্রে জেডিপিসিকে দ্রুত একটি কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসির কর্মকা-ের সম্প্রসারণ, সীমাবদ্ধতা দূরীকরণ, প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদারকরণ, স্থায়ী কাঠামোধীনে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করছে। কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে জেডিপিসি বহুমুখী পাটপণ্যের যোগ্য প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ভূমিকা রাখতে সক্ষমতা অর্জন করবে। তিনি বলেন, দেশে একটি বহুমুখী পাটপণ্যে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের অভাব অনেক আগে থেকেই লক্ষ্য করা গেছে। এ রকম কেন্দ্রের অভাবে বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা তাদের পাটপণ্য পরিচিতি ও বিপণনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ডিজাইনের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেডিপিসি মূল ভবনে এই বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে দেশী ও বিদেশী ক্রেতারা একই জায়গা থেকে পছন্দ মতো বহুমুখী পাটপণ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ জানুয়ারি মনিপুরী পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।
×