ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত পাটজাত পণ্যে এ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করায় রফতানি বন্ধ

প্রকাশিত: ০৩:৫৬, ১১ জানুয়ারি ২০১৭

ভারত পাটজাত পণ্যে এ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করায় রফতানি বন্ধ

আবুল হোসেন, বেনাপোল ॥ আন্তর্জাতিক নিয়মনীতিকে তোয়াক্কা না করে কোন নিদের্শনা ছাড়াই ভারত সরকার বাংলাদেশী পাটজাত পণ্যে উচ্চ হারে এ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। ফলে বেনাপোল স্থলপথে ভারতে পাটজাত পণ্য রফতানি হুমকির মুখে পড়েছে। গত ৫ দিন ধরে বেনাপোলে আটকে আছে ৬৮টি পাটপণ্য বোঝাই ট্রাক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রফতানিকারক প্রতিষ্ঠান। পাটপণ্য রফতানিকারক খুলনার প্রবল শিপিং লাইনের প্রতিনিধি মহাসিন আলী ও মুন ইন্টারপ্রাইজ জুট মিলের প্রতিনিধি-জাহান আলী বলেন, ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ গত বৃহস্পতিবার বাংলাদেশী পাটজাত পণ্যে উচ্চ হারে এ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে গেজেট প্রকাশ করেছে। এর ফলে ভারতে এখন পাটসুতা, চট ও বস্তা রফতানিতে বাংলাদেশের প্রতিষ্ঠানকে প্রতি মেট্রিক টনে ১৯ থেকে ৩৫২ মার্কিন ডলার পর্যন্ত শুল্ক দিতে হবে। ভারতের গেজেট অনুযায়ী, বাংলাদেশী পাটজাত পণ্য রফতানিতে আগামী পাঁচ বছর পর্যন্ত শুল্ক দিতে হবে। ভারতীয় মুদ্রায় এই শুল্কের অর্থ পরিশোধ করতে হবে। এদিকে ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পাটজাতপণ্যের রফতানি আয় কমে যাবে এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। খুলনার এম এম জুট ফাইবারের প্রতিনিধি সিএ্যান্ডএফ ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ জানান, বর্তমানে প্রতি টন পাটসুতার গড় রফতানি মূল্য ৮০০ থেকে ৯০০ ডলার। তার ওপর ১৫০ ডলার পর্যন্ত শুল্ক দিতে হলে যে দাম পড়বে, তা দিয়ে ভারতীয় ব্যবসায়ীরা (আমদানিকারকরা) বাংলাদেশ থেকে পাটজাত পণ্য কিনবেন না। মুন ইন্টারন্যাশনাল জুট মিলসের প্রতিনিধি জাহান আলী বলেন, ৬০ টন পাটসুতা রফতানি করতে আমাদের ২০ লাখ টাকা লোকসান হয়ে যাবে। কারণ শুল্কের অর্থ আমদানিকারক কেটে রাখবে। ভারতে রফতানি কমে যাবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পাটপণ্য রফতানির জন্য অন্য বাজারের দিকে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, যেখানে প্রতিদিন বেনাপোল দিয়ে ভারতে রফতানি হতো প্রায় দেড়শ ট্রাক পাট ও পাটজাত পণ্য। সেখানে গত সোমবার গেছে মাত্র ৭ ট্রাক পাট। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামসুল হক জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন একশ থেকে দেড়শ ট্রাক পাট জাতীয় পণ্য ভারতে রফতানি হতো, নতুন তবে করে শুল্ক আরোপ করে গেজেট প্রকাশের পর বৃহস্পতি ও সোমবার পর্যন্ত মাত্র ৭ ট্রাক পাটপণ্য ভারতে রফতানি হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, নতুন হারে পাট জাতীয় পন্যের ওপর শুল্ক আরোপ করায় ভারতের বাজারে প্রতিযোগিতায় টেকা আর সম্ভব নয়।
×