ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উন্নয়ন মেলায় বেজা চেয়ারম্যান

চট্টগ্রামে হবে লেদার ভিলেজ

প্রকাশিত: ০৩:৫৫, ১১ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে হবে লেদার ভিলেজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশীরা। তাদের জন্য ৩০০ থেকে ৫০০ একর জায়গা বরাদ্দ দেয়া হবে। চট্টগ্রামে হবে লেদার ভিলেজ। এই ভিলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে চট্টগ্রাম চামড়া শিল্পের হারানো গৌরব ফিরে পাবে। চট্টগ্রামে আয়োজিত উন্নয়ন মেলায় কথাগুলো বলেন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। সোমবার সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে শুরু হয়েছে এই উন্নয়ন মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে এই আয়োজন। মেলায় অংশ নিয়েছে সরকারী-বেসরকারী ৯৫ প্রতিষ্ঠানের ১০৭টি স্টল। স্থান পায় নিজেদের উদ্ভাবিত বিভিন্ন পণ্য ও উন্নয়ন সামগ্রী। বেজা চেয়ারম্যান পবন চৌধুরী দেশে তরুণদের কর্মসংস্থানের জন্য সরকার গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। এর মধ্যে বেশিরভাগই বৃহত্তর চট্টগ্রামে। মীরসরাইয়ে হচ্ছে দেশের বৃহত্তম ইকোনমিক জোন। আনোয়ারায়ও অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। আগামী দুই বছরের মধ্যেই এ দুটি অর্থনৈতিক অঞ্চলে ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মার্চে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নেপাল এক্সপো ঢাকাস্থ নেপালী দূতাবাসের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ২ থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হবে নেপাল এক্সপো-২০১৭। গত ৮ জানুয়ারি নেপাল দূতাবাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দিল্লী প্রসাদ আচার্য এবং টিমসের ব্যস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম। -বিজ্ঞপ্তি
×