ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিএপিএম বিডিবিএল ফান্ডের লেনদেন শুরু কাল

প্রকাশিত: ০৩:৫৩, ১১ জানুয়ারি ২০১৭

সিএপিএম বিডিবিএল ফান্ডের লেনদেন শুরু কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করতে যাচ্ছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ফান্ডটির লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করতে যাওয়া ফান্ডটির ট্রেডিং কোড হবে ঈঅচগইউইখগঋ। আর ফান্ডটির ডিএসইতে ট্রেডিং আইডি হবে ১২১৯৯। এর আগে ১ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮২তম সভায় ফান্ডটিকে অনুমোদন দেয়া হয়। সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ হবে ১০ বছর, আকার ১০০ কোটি টাকা এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এর মধ্যে উদ্যোক্তা অংশের ১০ কোটি টাকা এবং প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ২০ কোটি টাকাসহ মোট ৩০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বাকি ৭০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সকল বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এদিকে আইপিওর ৭০ কোটি টাকার মধ্যে ৭ কোটি টাকা মিউচুয়াল ফান্ডের জন্য, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২৮ কোটি টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৭ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
×