ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রভাবশালী পাঁচ রুশ নাগরিকের ওপর ওবামার নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৩:৫১, ১১ জানুয়ারি ২০১৭

প্রভাবশালী পাঁচ রুশ নাগরিকের ওপর ওবামার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিদায় নেয়ার মাত্র ১১ দিন আগে প্রভাবশালী পাঁচ রাশিয়ানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন। পাঁচজনের মধ্যে রয়েছেন রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিন এবং পুতিনবিরোধী এক নেতাকে লন্ডনে হত্যার দায়ে অভিযুক্ত দুজন। পাঁচজনের নাম কালো তালিকাভুক্ত করেছে হোয়াইট হাউস। খবর বিবিসির। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের আরও অবনতি হলো। তবে এর সঙ্গে মার্কিন নির্বাচনে রাশিয়ার সাইবার হামলার শাস্তির কোন যোগসূত্র নেই। রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের শাস্তি হিসেবে ওই পাঁচজনের নাম কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ী প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়াহু হচ্ছে এ্যালটাবা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর নতুন নাম হচ্ছে এ্যালটাবা। ইয়াহু সোমবার এ ঘোষণা দিয়েছে। এছাড়া ইয়াহুর ভেরিজোন কমিউনিকেশন সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াবেন সিইও মারিসা মেয়ার ও আরও পাঁচ ডিরেক্টর। সংস্থার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে এরিক ব্যান্ডট। ভেরিজোন ৪৮৩ কোটি ডলারের বিনিময় ইয়াহু কিনে নেবে। -এনডিটিভি ল্যাপটপের নক্সা চুরি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত এবারের কনজিউমার ইলেক্ট্রনিক শোতে প্রথম তিন পর্দার ফোর-কে প্রযুক্তির গেমিং ল্যাপটপ ‘প্রজেক্ট ভ্যালেরি’ উন্মোচন করে রেজর নামে একটি প্রতিষ্ঠান। মেলার অন্যতম আকর্ষণ বহনযোগ্য ওই ল্যাপটপটির মূল পর্দার পাশাপাশি বাড়তি আরও দুটি পর্দা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রধান মিন-লিয়াং ট্যান সোমবার জানান, ওই ল্যাপটপের দুটি প্রোটোটাইপ মডেল রবিবার প্রেসরুম থেকে চুরি গেছে। এই চুরির সঙ্গে জড়িতদের সম্পর্কে প্রকৃত তথ্য দিতে ও গ্রেফতারে সহায়তার জন্য ২৫ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। -বিবিসি
×