ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাদামতলীর ফলের আড়তে কেমিক্যাল পায়নি ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০৮:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

বাদামতলীর ফলের আড়তে কেমিক্যাল পায়নি ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাদামতলীর আড়তগুলোতে আপেল, কমলা, নাশপাতিসহ অন্যান্য ফলে কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং ফরমালিনের উপস্থিতি পায়নি ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনভর র‌্যাব ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার সময় এ তথ্য পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, আদালত প্রথমে বাদামতলীর কলার আড়তে অভিযান চালিয়ে কোন ধরনের ক্যালসিয়াম কার্বাইড বা ইথোফেন ব্যবহারের প্রমাণ পাননি। মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খেজুর বিক্রয় ও মজুদ করার কারণে একই এলাকার শাহাজাদা লেনের মেসার্স জুবায়ের এন্ড ব্রাদার্সকে দুই লাখ টাকা, সেলিনা এন্টারপ্রাইজকে দেড় লাখ টাকা, মেসার্স রিজভি ফ্রুট লিমিটেডকে এক লাখ টাকা, মেসার্স মৌসুমী ট্রেডার্সকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা, মেসার্স মনির এন্টারপ্রাইজকে পঁচাত্তর হাজার টাকা এবং হোসেন ট্রেডার্সকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভুল মেডিক্যাল রিপোর্ট ও রক্তের ব্যাগে রক্তের পরিমাণ কম দেয়ায় দুই প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এবি পজিটিভ ধারীর রক্ত গ্রুপের রোগীকে এ পজিটিভ রক্ত পুশ করা এবং অনুমোদনহীন ব্লাড ব্যাংক পরিচালনা করার দায়ে চকবাজার এলাকার মডার্ন হেলথ কেয়ার এবং সন্ধান ব্লাড ব্যাংক সিলগালা করে একই ভ্রাম্যমাণ আদালত।
×