ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লগার রাজীব হত্যা মামলার আপীলের রায় যে কোন দিন

প্রকাশিত: ০৮:৪৫, ১০ জানুয়ারি ২০১৭

ব্লগার রাজীব হত্যা মামলার আপীলের রায় যে কোন দিন

স্টাফ রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপীলের ওপর শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে যেকোন দিন। আসামিদের ডেথ রেফারেন্স ও আপীলের ওপর ২২ দিন শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারী এ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। অপরদিকে আসামিদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুর রেজাক খান, মোশাররফ হোসেন কাজল ও মোঃ আহসান উল্লাহ । আইনজীবীরা জানান, মৃত্যুদ-প্রাপ্ত পাওয়া দু’জনের মধ্যে পলাতক আসামি রানা আপীল করেনি। মৃত্যুদ-প্রাপ্ত অপর এক আসামি ফয়সাল বিন নাঈম ওরফে দীপসহ সাতজন আপীল করে। ডেথ রেফারেন্সের সঙ্গে অপর সাত আসামির আপীল ও জেল আপীলের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এখন যেকোন দিন রায় ঘোষণা করা হতে পারে।
×