ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্র্যাক দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা এনজিও

প্রকাশিত: ০৮:৩৩, ১০ জানুয়ারি ২০১৭

ব্র্যাক দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা এনজিও

জনকণ্ঠ ডেস্ক ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) হিসেবে ব্র্যাক টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের এক নম্বর অবস্থান ধরে রেখেছে। জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও এ্যাডভাইজার’ এ স্বীকৃতি দেয়। ‘এনজিও এ্যাডভাইজার’-এর ওয়েবসাইটে (িি.িহমড়ধফারংড়ৎ.হবঃ) এ ঘোষণা দেয়া হয়। সেরা ৫০০ এনজিওর তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এ ঘোষণা আসে। সোমবার ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী দারিদ্র্যবিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন ও পরিচালন ব্যবস্থার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এ স্বীকৃতি পেয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে এনজিও ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ এবং তৃতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়ার সামাজিক উদ্যোক্তা সংগঠন ‘দ্য স্কল ফাউন্ডেশন’। স্বীকৃতির পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্র্যাক বিশ্বে প্রথম এনজিও হিসেবে দ্বিতীয়বার স্থান পাওয়াটা নিঃসন্দেহে মর্যাদার। বিশ্বজুড়ে আমাদের লক্ষাধিক কর্মী প্রতিদিন দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করছে। দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে করণীয় খুঁজে বের করা ও তা প্রয়োগ করায় আমরা এখন দৃঢ়প্রতিজ্ঞ।’
×