ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গী আস্তানায় গ্রেফতার দুই নারীর স্বীকারোক্তি

প্রকাশিত: ০৭:৫০, ১০ জানুয়ারি ২০১৭

জঙ্গী আস্তানায় গ্রেফতার দুই নারীর স্বীকারোক্তি

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর আশকোনা থেকে আটক জেবুন্নাহার শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন এবং তৃষা মনি ওরফে উম্মে আয়েশা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। দুই দফা ১৩ দিনের রিমান্ড শেষে সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম মাজহারুল ইসলামের কাছে জঙ্গী নেতা মেজর (অব) জাহিদুল ইসলামের স্ত্রী শিলা এবং খুরশিদ আলমের কাছে জঙ্গী মাইনুল ইসলাম মুসার স্ত্রী আয়েশা স্বীকারোক্তি প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় দুই দফা ১৩ দিনের রিমান্ড শেষে তারা এ স্বীকারোক্তি প্রদান করল। কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ ইন্সপেক্টর মোঃ সায়েদুর রহমান স্বীকারোক্তি গ্রহণের এই আবেদন করেন। গত ২৬ ডিসেম্বর আদালত এ আসামিদের প্রথম দফায় ৭ দিন এবং গত ২ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ২৩ ডিসেম্বর রাত ২টার দিকে আশকোনার ওই বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানের সময় জঙ্গী নেতা সুমনের স্ত্রী শাকিরা নিজে আত্মঘাতী বোমা ফাটিয়ে আহত হয়ে মারা যায়। সঙ্গে থাকা তার শিশুসন্তান সামিয়া ওরফে আফিফা (৭) আহত হয়। অন্যদিকে জঙ্গীনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর (১৪) নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে।
×