ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট

মিয়ানমারের বিশেষ দূত আসছেন আজ

প্রকাশিত: ০৭:৩৪, ১০ জানুয়ারি ২০১৭

মিয়ানমারের বিশেষ দূত আসছেন আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার লক্ষ্যে মিয়ানমারের বিশেষ দূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিও তিন আজ মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন। গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যে পুলিশ চৌকিতে আক্রমণে কয়েক পুলিশ নিহত হন। রোহিঙ্গা সঙ্কট নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের এক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। আর এ লক্ষ্যেই ঢাকায় বিশেষ দূত হিসেবে প্রতিমন্ত্রী ইউ কিও তিনকে পাঠাচ্ছে মিয়ানমার সরকার। তিনি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হলো রোহিঙ্গা সমস্যা এবং এর দীর্ঘস্থায়ী সমাধান। সূত্র জানায়, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলায় গত কয়েক মাসে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে বাধ্য হয়েছে। এজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে দুই দফা তলবও করা হয়। বাংলাদেশ ইতোমধ্যেই আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে মিয়ানমারকে জানিয়েছে, ঢাকা রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান চায়। বাংলাদেশে অবৈধভাবে থাকা মিয়ানমারের সব নাগরিককে ফেরত নেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণা সোমবার সংসদে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ সবাইকে একযোগে রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য উৎসাহিত করেছেন। সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসের রিপোর্টে বলেছে সিঙ্গাপুরের দু’জন সংসদ সদস্য মিয়ানমারে সেনাবাহিনী হামলায় রোহিঙ্গাদের দুর্দশার বিষয়ে সিঙ্গাপুরের অবস্থান কী, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। উত্তরে বালাকৃষ্ণা বলেন দীর্ঘস্থায়ী সমাধান হলে ক্ষতিগ্রস্তরা পুনরায় তাদের জীবন শুরু করতে পারবেন।
×