ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে যাত্রা উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৬:৫১, ১০ জানুয়ারি ২০১৭

ঝিনাইদহে যাত্রা উৎসব শুরু আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ‘সুষ্ঠু ধারার যাত্রাপালা প্রদর্শনে আমরা অঙ্গীকারবদ্ধ’ সেøাগানে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী যাত্রা উৎসব। যৌথভাবে এর আয়োজক জেলা শিল্পকলা একাডেমি ঝিনাইহদ এবং অনিকেত যাত্রাশিল্পী সংসদ। আজ সন্ধ্যা ৭টায় উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উদ্বোধনের পর মঞ্চায়ন হবে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত সামাজিক পালা ‘একটি পয়সা’। পরিবেশনায় বামনাইল উদয়ন নাট্যগোষ্ঠী। এর পরে মঞ্চায়িতব্য পালাগুলো হলো- ফাইভ স্টার নাট্যগোষ্ঠীর ‘সিঁদুর দিয়ে কিনলাম’, সিদ্ধেশ্বরী মাতা নাট্যগোষ্ঠীর ‘নাচঘরের কান্না’, সোনার বাংলা নাট্যগোষ্ঠীর ‘জেল থেকে বলছি’, দিশারী নাট্যগোষ্ঠীর ‘অনুসন্ধান’, গড়াই নাট্যগোষ্ঠীর ‘বধূ বলিদান’, অংকুর নাট্য একাডেমির ‘ভয়ংকর শ্রীমতি’ এবং ১৭ জানুয়ারি অনিক যাত্রাশিল্পী সংসদের পরিবেশনায় মঞ্চায়ন হবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’। এ উৎসব আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম।
×