ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ

ঢাকায় দ. আফ্রিকা নারী ক্রিকেট দল

প্রকাশিত: ০৬:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

ঢাকায় দ. আফ্রিকা নারী ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শক্তিধর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এখন ঢাকায়। সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছায় প্রোটিয়া মেয়েরা। আজ সকালেই বিমানযোগে সিরিজের ভেন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তারা। ১২ জানুয়ারি স্থানীয় শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলো গড়াবে একই ভেন্যুতে। সিরিজের জন্য প্রস্তুত হতে কক্সবাজারে ক্যাম্প করছে রুমানা-জাহানারা-সালমারা। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে দ. আফ্রিকা নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে পড়েছে দল দুটি। দক্ষিণ আফ্রিকা নারী দল ॥ ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়ান স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল অস্বস্তি নেই মরগানের স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরের দল থেকে নিজেকে প্রত্যাহার করে ব্যাপক সমালোচিত হন ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। বৃটিশ গণমাধ্যমে দাবি ওঠে দায়িত্বহীতার অভাবে তাকে যেন দল থেকেই বাদ দেয়া হয়। কিন্তু ইংল্যান্ড বোর্ড (ইসিবি) তাতে কর্ণপাত করেনি। ভারত সফরে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মরগানই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন। এ নিয়ে কোন অস্বস্তি নেই বলে জানিয়েছেন ইংলিশ ওয়ানডে ও টি২০ অধিনায়ক, ‘ওই সিদ্ধান্ত নিয়ে আমার কোন অনুতাপ নেই। পরিস্থিতির বিচারে সেটিকে আমি স্বাভাবিকভাবে নিয়েছি। আমি এখন কেবল ভারত সফরের এই সিরিজ নিয়েই ভাবছি।’ বলেন মরগান। উল্লেখ্য, বাংলাদেশে তার অনুপস্থিতিতে রঙিন পোশাকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন জস বাটলার। জাতীয় হকি দলের প্রাথমিক ক্যাম্পে ২৮ খেলোয়াড় ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-২ স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-২ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রাথমিক হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। প্রাথমিক দলে আছেন ২৮ খেলোয়াড়। খেলোয়াড়দের কোচ মাহবুব হারুনের কাছে আজ বিকেল ৪টার মধ্যে সাভারের জিরানির বিকেএসপিতে রিপোর্ট করতে হবে। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন : জাহিদ হোসেন, আবু সাইদ নিপ্পন, অসীম গোপ, বিপ্লব, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, কামরুজ্জামান, রাসেল মাহমুদ জিমি, মাইনুল ইসলাম, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, মিলন হোসেন, কৃষ্ণ কুমার দাস, তাপস বর্মন, দ্বীন ইসলাম ইমন, হাসান যুবায়ের নিলয়, ফজলে হোসেন রাব্বি, মাহাবুব, সবুজ, শিশির এবং রাকিন।
×