ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদেই বাংলাদেশ-ভারত টেস্ট

প্রকাশিত: ০৬:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

হায়দরাবাদেই বাংলাদেশ-ভারত টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ আর্থিক সমস্যার কারণে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট আয়োজন করতে আগ্রহী নয় হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশন (এইচসিএ)- ভারতের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও সফর ও ম্যাচ নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এমন কি পরবর্তীতে ওই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন খোদ এইচসিএ’র সেক্রেটারি কে. জন মনোজ। যার অর্থ, রাজিব গান্ধী স্টেডিয়ামেই ৯ ফেব্রুয়ারি ২০১৭ থেকে অনুষ্ঠিত হবে আলোচিত এই টেস্ট ম্যাচ। ‘এটা হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশন ও বিসিসিআইয়ের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা মোটেও চিন্তিত নই। হায়দরাবাদের আগেও এই ধরনের সমস্যা হয়েছিল। তারপরও খেলা আটকে থাকেনি। নিয়ম মেনেই খেলা মাঠে গড়িয়েছে। আমাদের ম্যাচটিও ঠিক সময়েই গড়াবে।’ বলেন জালাল ইউনুস। টাইগার সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘অনেকে ভাবছে সফরটা হবে না। আমি স্পষ্ট করে বলছি, আমাদের সফর নিশ্চিতই আছে। ঠিক সময়ে নির্ধারিত ভেন্যুতে খেলা হবে। এটা ওদের সাময়িক একটা অভ্যন্তরীণ সমস্যা। কয়েকদিনের মধ্যেই তারা এটা সমাধানও করে ফেলবে। সুতরাং শঙ্কা থাকার কোন প্রশ্নই নেই। বিষয়টি নিয়ে আমরা মোটেও মাথা ঘামাচ্ছি না।’ এইচসিএ’ সেক্রেটারির মন্তব্যেও এর সত্যতা মেলে, ‘প্রকাশিত খবর সত্য নয়। বরং আমরা আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। বিসিসিআই কর্মকর্তা পি. আর. বিশ্বনাথ হায়দরাবাদে আসবেন সোমবার। কিউরেটরের সঙ্গে পিচের প্রস্তুতি নিয়ে কথা বলবেন তিনি। আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতি ভালভাবে এগোচ্ছে। এমনকি সোমবার এ নিয়ে নির্বাহী কমিটির মিটিং হবে।’ বলেন কে. জন মনোজ। তবে টেস্টের আগে বাংলাদেশ যে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায়, সেটির সুরাহা হয়নি। টেস্টের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচটাও হবে বলে আশাবাদী জালাল ইউনুস। সপ্তাহ খানেকের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত জানা যাবে। জাতীয় মহিলা হ্যান্ডবলের সেমিফাইনাল আজ ঢাকা জেলা-বিজেএমসি, আনসার-পুলিশ দল মুখোমুখি স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান ‘এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে’র দ্বিতীয় রাউন্ডের খেলায় সোমবার বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব দল ২৭-৮ গোলে মাদারীপুর জেলাকে, ঢাকা জেলা দল ১৭-১৪ গোলে দিনাজপুর জেলাকে, বিজেএমসি ৩০-৭ গোলে মাদারীপুর জেলাকে এবং বাংলাদেশ আনসার ৩২-৬ গোলে দিনাজপুর জেলাকে হারায়। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব বনাম বাংলাদেশ আনসার এবং বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলা বনাম বিজেএমসির মুখোমুখি হবে।
×