ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিগুয়েইনের ডাবলসে জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০৬:৪৬, ১০ জানুয়ারি ২০১৭

হিগুয়েইনের ডাবলসে জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই দুর্দান্ত গঞ্জালো হিগুয়েইন। রবিবারও জোড়া গোল করেছেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর তাতেই তার দল জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে বোলোগনাকে। বাকি গোলটি করেছে তারই স্বদেশী পাওলো দিবালা। এই জয়ের সৌজন্যেই ঘরের মাঠে অনন্য এক রেকর্ড গড়েছে জুভেন্টাস। ইতালিয়ান ফুটবল ইতিহাসে সিরি’ এ লীগে প্রথম দল হিসেবে হোম ভেন্যুতে টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। বিদায়ী বছরের শেষ ম্যাচে এসি মিলানের কাছে টাইব্রেকারে হেরে ইতালিয়ান সুপার কাপের শিরোপা হাতছাড়া করে জুভেন্টাস। কিন্তু এর কোন প্রভাব পড়েনি। ছুটি কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই পুরনো ছন্দে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভিরা। সাত মিনিটে সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন হিগুয়েইন। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দলের উঠতি ফরোয়ার্ড দিবালা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হেডের সৌজন্যে জোড়া গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার হিগুয়েইন। নির্ধারিত সময়ের আগে আর কেউই প্রতিপক্ষের জাল খুঁজে পাননি। এর ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ১৮ ম্যাচে ১৫ জয় ও ৩ হারের সৌজন্যে ৪৫ পয়েন্ট। মাত্র ২০ পয়েন্টে ১৫ নম্বরে রয়েছে বোলোগনা। চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ বেশি খেলা রোমা। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে হিগুয়েইনেরই সাবেক ক্লাব নেপোলি। এদিকে জুভেন্টাসের তরুণ প্রতিভাবান খেলোয়াড় পাওলো দিবালাকে পেতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। তবে জুভেন্টাসের প্রত্যাশা আর্জেন্টাইন ফরোয়ার্ড এখানেই থাকবেন। প্রধান নির্বাহী জিওসেপ্পে মারোত্তা দিবালার ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এমনকি দুই স্প্যানিশ জায়ান্ট আনুষ্ঠানিক কোন প্রস্তাব দেয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে মারোত্তা বলেন, ‘লা লিগা জায়ান্টদের কাছ থেকে কোন যোগাযোগ করা হয়নি। আমি পরিষ্কার করে বলতে চাই, দিবালার সঙ্গে আমাদের এখনও চুক্তির কয়েক বছর বাকি এবং কয়েক মাস আগে তার পারিশ্রমিক বাড়ানর ব্যাপারটি সামনে আনা হয়েছে, এটাই একমাত্র ন্যায্য। আমাদের মধ্যে সম্পর্কটা ভাল। এখানে কোন ভীতি নেই যে সে ক্লাব ছেড়ে যাবে। জুভেন্টাস বিশ্বের অন্যতম সেরা দলগুলোর একটি এবং এটা এমন একটা জায়গা যেখানে সে এসেছে, চলে যাওয়ার জন্য নয়।’ সিরি’ এ লীগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে দিবালার চুক্তির মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত। ২০১৫ সালে পালের্মো ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে তুরিনে পাড়ি জমান লিওনেল মেসির স্বদেশী প্রতিভাবান ফরোয়ার্ড। জুভিদের জার্সিতে এখন পর্যন্ত ৬২ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৮ বার। জুভেন্টাস ছাড়াও রবিবার জয় পেয়েছে মিলানের দুই ক্লাব, রোমা এবং ল্যাযিও।
×