ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ এফএ কাপ, জন টেরির লালকার্ড

চেলসির জয়, লিভারপুলের ড্র

প্রকাশিত: ০৬:৪৬, ১০ জানুয়ারি ২০১৭

চেলসির জয়, লিভারপুলের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ পর্বে নাম লিখিয়েছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। তবে অপেক্ষায় থাকতে হচ্ছে লিভারপুলকে। রবিবার রাতে তৃতীয় পর্বের ম্যাচে চেলসি ৪-১ গোলে পিটারবার্গ ইউনাইটেডকে ও টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে এ্যাস্টন ভিলাকে। আর চতুর্থ সারির দল প্লেমাউথ আর্গাইলের সঙ্গে ঘরের মাঠ এ্যানফিল্ডে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এজন্য দ্য রেডসদের রিপ্লে ম্যাচ খেলতে হবে। ১৮ জানুয়ারি প্রতিপক্ষের মাঠে অগ্নিপরীক্ষা জার্গেন ক্লপের দলের। নিয়মিত একাদশের দশ খেলোয়াড় বদলে নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল। তবে তরুণদের নিয়ে সফল হতে পারেনি ক্লপ। ম্যাচে বলের নিয়ন্ত্রণে থাকলেও গোলের দেখা পায়নি লিভারপুল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দলটি। গোলের আশায় দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো, এ্যাডাম লালানা ও ড্যানিয়েল স্টারিজকে নামান লিভারপুল কোচ। কিন্তু এই তিনজনও দলকে কাক্সিক্ষত গোল এনে দিতে ব্যর্থ হন। তৃতীয় সারির দল পিটারবার্গ ইউনাইটেডের বিরুদ্ধে একতরফা খেলে জয় পায় চেলসি। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ব্লুজদের হয়ে জোড়া গোল করেন পেড্রো। একটি করে গোল করেন মিচি বাটসুয়াই ও উইলিয়ান। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। ১৮ মিনিটে ন্যাথানিয়েল ক্যালোবার জোরালো শট প্রতিপক্ষ গোলররক্ষক ফেরালেও ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান স্পেনের ফরোয়ার্ড পেড্রো। ৪৩তম মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাটসুয়াই। বিরতির পর ৫২ মিনিটে স্কোরলাইন ৩-০ করে চেলসির জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ৬৭ মিনিটে অভিজ্ঞ ইংলিশ ডিফেন্ডার জন টেরি লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। এই সুযোগে ৭০ মিনিটে ব্যবধান কমান পিটারবার্গের ইংলিশ ফরোয়ার্ড টম নিকোলস। এর পাঁচ মিনিট পর পেড্রো নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। এদিকে আর্সেনাল তারকা এ্যালেক্সিস সানচেজকে দলে নিতে প্যারিস সেইন্ট জার্মেইন ৭০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে প্রস্তুত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জানা গেছে চিলিয়ান তারকার সঙ্গে এমিরেটসের ১৮ মাসের চুক্তি বাকি আছে। কিন্তু তার আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সানচেজ। বিশেষ করে চেলসির অস্কার ও জন ওবি মিকেল আকর্ষণীয় অর্থের বিনিময়ে চাইনিজ সুপার লীগে চলে যাওয়া সানচেজকে নিয়েও তেমন গুজবই শোনা যাচ্ছে। এ পর্যন্ত এবারের মৌসুমে ১৩টি গোল করা ছাড়াও ৬টি গোলে সহযোগিতা করেছে সানচেজ। যদিও চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছেই। অবশ্য বার্সিলোনার সাবেক ফরোয়ার্ডকে দলে রাখতে গানার্সরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের হয়ে ক্যারিয়ারের শেষ খেলা এখনও খেলেননি বলে নিশ্চিত করেছেন ফিলিপ লাম। কার্লো আনচেলোত্তির দল মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য যখন প্রস্তুতি শুরু করেছে ঠিক তখনই গুজব উঠেছে বেয়ার্নের হয়ে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক। ২০ জানুয়ারি ফ্রেইবার্গ সফরকে সামনে রেখে কাতারের উষ্ণ আবহাওয়ায় অনুশীলন ক্যাম্পে ব্যস্ত রয়েছে বাভারিয়ানরা। বিরতি শেষে ওইদিন থেকেই ২০১৬-১৭ বুন্দেসলিগা পুনরায় শুরু হচ্ছে। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ৩৩ বছর বয়সী লাম। ভবিষ্যতে স্পোর্টিং পরিচালক হিসেবে বেয়ার্নের সঙ্গে থাকার আগ্রহ ইতোমধ্যেই প্রকাশ করে রেখেছেন। কিন্তু রক্ষণভাগ ও মধ্যমাঠে খেলার দক্ষতাসম্পন্ন এই বৈচিত্র্যময় অধিনায়ক জানিয়েছেন, এখনও বেয়ার্নকে কিছু দেয়ার ক্ষমতা তার আছে। তিনি বলেন, আমার চুক্তি এখনও ২০১৮ সাল পর্যন্ত আছে। এই মুহূর্তে আমি দ্বিতীয়ভাগের অনুশীলনে আছি।
×