ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাকশন শুধরে ওয়ানডে দলে হাফিজ

প্রকাশিত: ০৬:৪৫, ১০ জানুয়ারি ২০১৭

এ্যাকশন শুধরে ওয়ানডে দলে হাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ মিসবাহ-উল হক, শহীদ আফ্রিদির পর মোহাম্মদ হাফিজকেই ভাবা হতো পাকিস্তান ক্রিকেটের পরবর্তী কা-ারি। টি২০র নেতৃত্ব পাওয়ার পর সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সে পথেই হাঁটছিলেন। কিন্তু অবৈধ বোলিং এ্যাকশনে ও ব্যাট হাতে ফর্মহীনতায় সব কেমন এলমেলো হয়ে যায়। এ্যাকশন শুধরে প্রায় ছয় মাস পর আবার ফিরলেন হাফিজ। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত হয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। বোলিং এ্যাকশনে আইসিসির বৈধতা পাওয়ার পাশাপাশি এ সময়ে ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফর্মেন্স দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। শুক্রবার সিডনিতে প্রথম ম্যাচ দিয়ে শুরু পাঁচ ওয়ানডের সিরিজ। যেখানে আজহার আলির নেতৃত্বে লড়বে সফরকারী পাকিস্তান। মিসবাহ-উল হকের দল এর আগে তিন টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয়। নভেম্বরে পর্যবেক্ষণের পর আইসিসির ছাড়পত্র পাওয়া হাফিজ ইতোমধ্যেই ঘরোয়া ক্রিকেটে অফস্পিন বোলিং করেছেন। ডিপার্টমেন্টাল ওয়ানডে কাপে ২৪৮ রান করেছেন, নিয়েছেন ১১ উইকেট। হাফিজ বলেন, ‘প্রায় দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারিনি। ঘরোয়া ক্রিকেটে যেহেতু মাত্র একমাস বোলিং করছি তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’ তিনি আরও যোগ করেন, ‘আমি নিজেকে একজন ব্যাটসম্যানই বিবেচনা করি, যে প্রয়োজনে বোলিংও করতে পারে। এটাও জানি, কোন ম্যাচের সেরা একাদশে সুযোগ পেলে দল আমার বোলিংয়ের ওপরও নির্ভর করবে। তবে সে চাপ সামাল দিতে সক্ষম।’ পাকিস্তানের হয়ে ৯ টেস্ট ও ১১ ওয়ানডে সেঞ্চুরি করা ছাড়াও তিন ফরমেট মিলিয়ে ২২৭ উইকেট শিকার করা হাফিজ গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খারাপ করার পর দল থেকে বাদ পড়েন। এই সময় কেবল ব্যাটসম্যান হিসেবে খেলছিলেন। কারণ অনেক আগেই শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচে বোলিং এ্যাকশন অবৈধ হয়। গত বছরের জুনে ১ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এবার পুরোপুরি এ্যাকশন শুধরে ফিরে এলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত টিম ম্যানেজমেন্ট শেষদিকে হাফিজকে দলভুক্ত করার জন্য বলেছে এবং নির্বাচকরা সেই অনুরোধে সাড়া দিয়েছে। ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে হাফিজ বলেছেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। ওদিকে হঠাৎই মায়ের মৃত্যু সংবাদে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গেছেন দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান। পাকিস্তান ওয়ানডে দল ॥ আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শারজিল খান, বাবর আজম, শোয়েব মালিক, আসাদ শফিক, উমর আকমল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, রাহাত আলী, মোহাম্মদ ইরফান।
×