ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিডনিতে ওজনিয়াকি ও সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৬:৪৫, ১০ জানুয়ারি ২০১৭

সিডনিতে ওজনিয়াকি ও সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে খুব বেশি সুবিধে করতে পারেননি ডোমিনিকা সিবুলকোভা। প্রথম টুর্নামেন্টে আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন রবার্তা ভিঞ্চি, জোহানা কন্টা এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারাও। কিন্তু সিডনিতে জয় দিয়েই মিশন শুরু করেছেন তারা। কিন্তু দুর্ভাগ্য একাটেরিনা মাকারোভা, সামান্থা স্টোসার এবং মনিকা পুইগের। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই যে ছিটকে গেলেন তারা। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে শুরুটা দারুণভাবেই করেছিলেন সিবুলকোভা। কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়েই থেমে যায় তার জয়রথ। গত সপ্তাহে ফরাসী তারকা এ্যালিজ কোর্নেটের কাছে সরাসরি সেটে হেরে বছরের প্রথম টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে সিডনিতে জয় দিয়েই মিশন শুরু করেছেন সেøাভাকিয়ান তারকা। সোমবার প্রথম রাউন্ডে তিনি ৬-২ এবং ৬-০ সেটে উড়িয়ে দেন জার্মানির লারা সিগেমুন্ডকে। চার বছর আগে সিডনির ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ডোমিনিকা সিবুলকোভা। কিন্তু সেবার শিরোপা জয়ের লড়াইয়ে পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। সেøাভাকিয়ান তারকার সর্বশেষ সাফল্য ডব্লিউটিএ ফাইনালসে। গত বছরের অক্টোবরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। এবার সিডনিতে কারবারের স্বদেশী লারা সিগুমেন্ডকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। পরবর্তী রাউন্ডে সিবুলকোভার প্রতিপক্ষ এখন ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে আসা কানাডার ইউজেনি বাউচার্ড।’ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। মূলত তারই প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হয় এই ইভেন্টগুলো। মেলবোর্নের কোর্টে নামার আগে ব্রিসবেন কিংবা সিডনিতে চ্যাম্পিয়ন হতে পারলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামবেন খেলোয়াড়রা। তা বিশ্বাস করেন সিবুলকোভা নিজেও। তার মতে, ‘এই টুর্নামেন্টগুলো হলো নিজেকে প্রস্তুত করার মঞ্চ।’ এখনও কোন গ্র্যান্ডসøাম জেতা হয়নি তার। তবে বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে তার ক্যারিয়ার সেরা সাফল্য রয়েছে। ২০১৪ সালে এই টুর্নামেন্টের ফাইনালে যে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার চীনের লি নার কাছে হেরে যান সিবুলকোভা। তবে এবার দারুণ আশাবাদী ২৭ বছর বয়সী এই টেনিস তারকা। এদিকে সিডনিতে জয়ের দেখা পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকিও। ড্যানিশ টেনিস তারকা এদিন ৬-৩, ২-৬ এবং ৬-৪ সেটের কঠিন লড়াইয়ে পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন। দীর্ঘদিন ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ওজনিয়াকি। অন্যদিকে গত বছরই প্রথমবার পাদপ্রদীপের আলোয় উঠে আসেন পুইগ। তাও আবার রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে। কিন্তু সেই স্বর্ণপদক জয়ের পর আর কোন টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। এবার ওজনিয়াকির কাছে হেরে ছিটকে পড়তে হলো সিডনি থেকেও। সিবুলকোভা-ওজনিয়াকি ছাড়াও সিডনির প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এবং ইতালির রবার্তা ভিঞ্চি। ষষ্ঠ বাছাই কন্টা ৬-৩ ও ৬-৪ সেটে হারান অস্ট্রেলিয়ার এরিনা রোদিওনোভাকে। নবম বাছাই রবার্তা ভিঞ্চি ৬-৪, ৬-০ সেটে খুব সহজেই জয় তুলে নেন জার্মানির অখ্যাত খেলোয়াড় মারিয়া সাক্কারির বিপক্ষে।
×