ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির গোলে ইজ্জত রক্ষা বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৪৪, ১০ জানুয়ারি ২০১৭

মেসির গোলে ইজ্জত রক্ষা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণভোমরা লিওনেল মেসির জাদুকরী গোলে আরও একবার রক্ষা পেল বার্সিলোনা। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করে বার্সাকে রক্ষা করেন আর্জেন্টাইন অধিনায়ক। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। অন্যান্য ম্যাচে রিয়াল বেটিস ২-০ গোলে লেগানেসকে ও সেল্টা ভিগো ৩-১ গোলে হারিয়েছে মালাগাকে। এ্যাথলেটিক বিলবাও ও আলাভেসের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। জিততে ব্যর্থ হওয়ায় আরও চাপে পড়ল লুইস এনরিকের দল। পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানই শুধু বাড়েনি, দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৭টি করে ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সা। এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে সেভিয়া। এক ম্যাচ কম খেলেই বার্সার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে রিয়াল। গ্যালাক্টিকোদের ভা-ারে জমা সর্বোচ্চ ৪০ পয়েন্ট। কোপা ডেল রে’তে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বছরটা শুরু করেছিল বার্সিলোনা। সে ধারাবাহিকতা ধরে রেখে লা লিগায়ও শুভসূচনা করতে ব্যর্থ হয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। ঘরের মাঠে ভিয়ারিয়ালের শুরুটা হতে পারতো দারুণ। ১২ মিনিটে ফাঁকায় বল পেয়েছিলেন ডস সান্টোস। কোনরকমে বল পায়ে সংযোগ হলেই চলত। কিন্তু ব্যর্থ হন তিনি। বার্সিলোনা ম্যাচে প্রথম সুযোগ পায় ২৪ মিনিটে। কিন্তু নেইমারের জোরালো শট ক্রসবার কাঁপিয়ে বাইরে যায়। গোলশূন্যভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়। বিরতির পর শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল। ৪৯ মিনিটে কোনাকুনি শটে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়ান ইতালিয়ান ফরোয়ার্ড সানসোনে। গোল হজম করার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। কিন্তু এখন পর্যন্ত লা লিগায় সবচেয়ে কম গোল খাওয়া দলটির রক্ষণের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারছিল না তারা। আক্রমণের পর আক্রমণ করেও ফল না পাওয়ায় হারের শঙ্কা ভর করে বার্সা শিবিরে। তবে ম্যাচের শেষ মিনিটে দলকে বাঁচান মেসি। ডি বক্সের কিছুটা বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রিকিকে বার্সাকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা। এটি লীগে মেসির ১৩ নম্বর গোল। যা সর্বোচ্চ। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ভিয়ারিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার জাউমে কোস্টা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এই ড্রয়ের পর কিছুটা হাঁফ ছেড়ে বাঁচেন বার্সা কোচ লুইস এনরিকে। এ ব্যাপারে তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা হারিনি, এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। তবে লীগ রেসে ফিরতে হলে আমাদের অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে। তাই দলের পারফর্মেন্সে আমি হতাশ নই। এনরিকে বলেন, ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে আমরা জানতাম। কিন্তু আমাদের জয় প্রাপ্য ছিল। খেলোয়াড়দের এর বেশি কিছু বলার নেই আমার। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আগের ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিলবাও ম্যাচে যে অনুভূতিটা হয়েছিল, একই অনুভূতি এ ম্যাচেও হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা ভাল খেলেছি। লা লিগায় সবচেয়ে কম গোল খাওয়া দল ভিয়ারিয়ালের বিরুদ্ধে অনেক সুযোগ সৃষ্টি করেছি। কিন্তু আমাদের শেষ সময়ে (গোলের জন্য) যতটা নিখুঁত হওয়ার প্রয়োজন ছিল, ততটা ছিলাম না। পরিসংখ্যানও বলছে, সাম্প্রতিক সময়টা মোটেও ভাল যাচ্ছে না বার্সার। ঘরোয়া ফুটবলে তারা সর্বশেষ নয় ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে। গত ১৯ নবেম্বর থেকে লীগে গত ছয় ম্যাচের চারটিতে ড্র করল বার্সা। দুটি জয়। কাপে তিন ম্যাচে একটি করে জয়-পরাজয়-ড্র। বার্সার এমন ফলাফলের অন্যতম কারণ এমএসএনের ঠিকমতো জ্বলে উঠতে না পারা। এই যেমন ঘরোয়া ফুটবলে (চ্যাম্পিয়ন্স লীগ বাদে) যেন গোল করায় ভুলে গেছেন নেইমার। আগের ৯৯৯ মিনিটের সঙ্গে পরশু আরও ৯০ মিনিট ম্যাচ যোগ হয়েছে নেইমারের গোলখরায়। বার্সার হয়ে সব প্রতিযোগিতাতেই গত ১১ ম্যাচে গোল পাননি নেইমার। লুইস সুয়ারেজও ছন্দহীন। গত ১০ ম্যাচের ছয়টিতে গোল নেই। এক মেসি গত ১০ ম্যাচের আটটিতে পেয়েছেন গোলের দেখা।
×