ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৫, ১০ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নদী ভাঙ্গনের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার সকালে ভাঙ্গন কবলিত এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের হলতা বন্দর সংলগ্ন ছাগলদী গ্রামের ভাঙ্গন কবলিত এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবক আলহাজ ফজলুর করিম খান রতন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল বিশ্বাস, কবির সিকদার, নুরুল ইসলাম, আবদুস সালাম সেলিম, রতেœশ্বর দাস, নূপুর রানী, হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন নদী ভাঙ্গনের কারণে এলাকার শত শত ঘর-বাড়ি, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ ও মন্দির বিলীন হওয়ার পথে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সম্প্রতি হলতা বন্দর সংলগ্ন ছাগলদী গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে নীতিমালার আলোকে ডিপিপি তৈরি করে মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করে অর্থ বরাদ্দের জন্য জলবায়ু ট্রাস্টে প্রেরণ করেছেন। জলবায়ু ট্রাস্ট প্রকল্পটি অনুমোদনের জন্য যথাসময়ে অর্থ বরাদ্দ না করায় প্রকল্পটি অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। ফলশ্রুতিতে নদী ভাঙ্গন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিন শিক্ষা প্রতিষ্ঠানে চুরি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ জানুয়ারি ॥ আমতলী পৌর শহরে রবিবার রাতে মফিজ উদ্দিন বালিকা, এমইউ মাধ্যমিক বিদ্যালয় ও সাউথ বেঙ্গল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে রহস্যজনক চুরি হয়েছে। জানা গেছে, পৌর শহরের মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তিনটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে অফিসের তিনটি আলমারির তালা ভেঙ্গেছে। এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কক্ষের তিনটি আলমারিসহ ৭ টি তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে এবং সাউথ বেঙ্গল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের মূল ফটক ও পরিচালকের কক্ষের দুটি আলমারির চালা ভেঙ্গে দু’হাজার টাকা নিয়ে গেছে। মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জসিম উদ্দিন জানান, গভীর রাতে স্কুলের মধ্যে ৪/৫ লোক দেখে চিৎকার দেই। লোকজন আসার পূর্বেই চোরচক্র দ্রুত পালিয়ে গেছে। ২১ মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, অঙ্গহানিসহ ২১ মামলার পলাতক আসামি বাবুগঞ্জ উপজেলার ছাতিয়া গ্রামের বাসিন্দা জাহিদ বেপারী ওরফে চান্দা জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ রবিবার রাত নয়টার দিকে সন্ত্রাসী জাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আনন্দ মিছিল করেছেন। পুলিশ জানান, রবিবার সন্ধ্যায় গড়িয়ারপাড় এলাকা থেকে সন্ত্রাসী চান্দা জাহিদকে গ্রেফতার করা হয়। জাহিদ ছাতিয়া গ্রামের মৃত আব্দুল কাদের বেপারীর পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর ও বাবুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, অঙ্গহানির ২১টি মামলা ও দুই শতাধিক অভিযোগ রয়েছে। চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিক্সার চাঁদার টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার গোলাকান্দাইল হারবেস্ট রিচ বেনেটেক্স গার্মেন্টস এলাকায় ঘটে এ ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা স্টেশন রয়েছে। সেখান থেকে কয়েক শতাধিক অটোরিক্সা উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করে। প্রতিটি অটোরিক্সা থেকে দৈনিক ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদা আদায়ের দায়িত্বে রয়েছেন আমিন ভা-ারি। একই এলাকার জামাল মিয়াও অটোরিক্সা স্টেশনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে আমিন ভা-ারির সঙ্গে জামাল মিয়ার বেশ কয়েকদিন ধরেই বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই রবিবার রাতে গোলাকান্দাইল হারবেস্ট রিচ বেনেটেক্স গার্মেন্টস এলাকায় আমিন ভা-ারির সঙ্গে জামাল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফেনসিডিলসহ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ জানুয়ারি ॥ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি টিম দুই হাজার বোতল ফেনসিডিল এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে। জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম সোমবার ভোরে পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার ৮নং রোডের ৬/৩৫ নং বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ১০টি ব্যাগে ভর্তি দুই হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ফেনসিডিল বিক্রেতা একাধিক মামলার আসামি সাজ্জাদ ও শরীফকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ফেনসিডিল পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে নিয়ে আসে।
×