ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্রী টঙ্গীতে উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্রী টঙ্গীতে উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় পিতা-মাতাকে কুপিয়ে মালামাল লুটের পর অপহৃত কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা শান্তাকে গাজিপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলের দিকে টঙ্গী এলাকার একটি সড়ক থেকে পুলিশ তাকে উদ্ধার করে। শান্তা শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের শাহ আলম গাজী দুলুর মেয়ে। সে পিরোজপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এদিকে, শান্তা অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার শরণখোলায় সর্বাত্মক স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়েছে। রায়েন্দা বাজার কমিটি আহূত এ ধর্মঘটের সময় প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, আসাদুজ্জামান মিলন, রশিদ আকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকন, ইউপি সদস্য জালালউদ্দিন রুমি, জিয়াউদ্দিন তালুকদার প্রমুখ। গত শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকার দুলু গাজীর বাড়িতে তার অনার্স পড়ুয়া একমাত্র মেয়ে শান্তাকে বন্দুকের নলের মুখে ফিল্মি স্টাইলে দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর আকন ও তার ছেলে সহিদুল ইসলাম সজীব। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেয়েটির বাবা ও মাকে জখম করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। কালিয়াকৈরে ট্রেন কার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় রেলওয়ের চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রেলক্রসিং এলাকায় রবিবার সকালে প্রাইভেট কারের সঙ্গে ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কারের চালকসহ পাঁচজন নিহত হন। এ ঘটনা তদন্তে পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মোঃ আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও মেডিক্যাল অফিসার পরিতোষ চক্রবর্তী। আগামী ১৩ জানুয়ারির মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় দেয়া হয়েছে।
×