ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে শিশু নিহত

প্রকাশিত: ০৬:৩৩, ১০ জানুয়ারি ২০১৭

মোল্লাহাটে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে শিশু নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে সোমবার বিকেলে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে পড়ে আব্দুর রহমান নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি উপজেলার ভা-ারখোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয় প্রথমিক বিদ্যালয়ের ছাত্র। ভা-ারখোল কাঁঠালতলা নামক স্থানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি স্থাপনের সময় দাঁড় মোল্লাহাট-চিতলমারী সড়কে পড়ে যায়। ওই সময় পথচারী শিশু আব্দুর রহমান খুঁটির নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোল্লাহাট পল্লী বিদ্যুতের এজিএম তরিকুল ইসলাম বলেন, এ কাজে যথাযথ সতর্কতা থাকলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটত না। সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিককে মারধর ॥ উত্তেজনা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৯ জানুয়ারি ॥ সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার ভবন ফাটল সন্দেহে ও শ্রমিককে মারধরের প্রতিবাদে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের নেমে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ পুলের প্যাপিলিয়ন নীট ওয়ার (১) কারখানায়। জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে কারখানার ফ্লোরের কয়েকটি টাইলস খসে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানার মহাব্যবস্থাপক মাসুদ রানা বিষয়টি কারখানার মালিক নুর আলম চৌধুরীকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়ে ওই দিনের জন্য ছুটি ঘোষণা করেন। স্কুলে জাদুঘর সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯ জানুয়ারি ॥ আধুনিক, উন্নত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ-২ সরকারী প্রাথমিক স্কুলে শিক্ষাবিষয়ক জাদুঘর নির্মিত হয়েছে। এই জাদুঘরে প্রবেশ করে শিক্ষার্থীরা অজানাকে জানতে পেরে আনন্দিত হচ্ছে। জাদুঘরটির নামকরণ করা হয়েছে ‘টিচিং এইডস মিউজিয়াম।’ জাদুঘরটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, সংগ্রামী জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের বিবরণ, বিশিষ্ট সাহিত্যিক, আবিষ্কারক, মহান মুক্তিযুদ্ধের স্বীকৃতিপ্রাপ্ত ৭ বীরশ্রেষ্ঠদের ছবি ও জীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক ঐতিহাসিক নিদর্শন ও তথ্যপ্রযুক্তির অনেক অজানা তথ্য রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল-ই-খোদা (পাভেল) এই জাদুঘরটির উদ্ভাবন করেন। আট মণ মুলায় এক কেজি ইলিশ সংবাদদাতা, বেড়া, পাবনা, ৯ জানুয়ারি ॥ বেড়া উপজেলায় পাঁচ মণ মূলা বিক্রি করেও এক কেজি ইলিশ কিনতে পারছে না মূলা ব্যবসায়ীরা। শীতের অন্যতম সবজি মূলার এরকম দাম পড়ে যাওয়ায় হতাশ চাষীরা। উপজেলার সবচেয়ে বড় পাইকারি হাট বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন চতুর বাজার, কাশিনাথপুর হাট, নাকালিয়া হাট ঘুরে দেখা গেছে প্রতিকেজি মূলা পাইকারি বিক্রি হচ্ছে দেড় থেকে দুই টাকা। খুচরা বাজারে সেই মূলা বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকা। প্রতি মণ মূলা পাইকারি বাজারে ৭০-৮০ টাকা বিক্রি হচ্ছে। যেখানে প্রতি কেজি ইলিশ এখন বাজারে ৬০০-৭০০ টাকা। মূলা ব্যবসায়ীরা মূলা নিয়ে সারাদিন বাজারে বসে থাকলেও ক্রেতা নেই। ফলে বিপুল পরিমাণ নষ্ট হচ্ছে।
×