ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেয়া হয়নি সতর্কতার নোটিস

পূর্বাচলে উচ্ছেদ অভিযানে দেয়াল চাপায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৬:৩৩, ১০ জানুয়ারি ২০১৭

পূর্বাচলে উচ্ছেদ অভিযানে দেয়াল চাপায় যুবলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযানকালে দেয়ালচাপা পড়ে কামরুল ইসলাম (৩৩) নামে যুবলীগ নেতা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাজউক কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালিয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। ৩টি বুলডোজারের গ্লাস ভাংচুর করা হয়। সোমবার বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের সুলপিনা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত কামরুল ইসলাম সুলপিনা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় আলমপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এছাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন কামরুল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতে পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের সুলপিনা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বিকেলে উচ্ছেদ অভিযানকালে কোন প্রকার সতর্ক না করেই চালক ইসমাইল হোসেন বুলডোজার চালিয়ে দেন এক কাঁচা মাটির ঘরে। এ সময় ঘরের একটি দেয়াল ধসে কামরুল ইসলামের উপরে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, যুবক কামরুল ইসলামের উপর দেয়াল ধসে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসী উপস্থিত রাজউক কর্মকর্তা-কর্মচারীদের চড়াও হয়। এ সময় এলাকাবাসীর হামলায় রাজউকের সহ-প্রকৌশলী হুমায়ুন কবির, ইলেকট্রিশিয়ান মনির হোসেন, কামাল হোসেন, বুলডোজার ড্রাইভার ইসমাইল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া বিক্ষুব্ধ এলাকাবাসী ৩টি বুলডোজারের গ্লাস ভাংচুর করে। এলাকাবাসীর অভিযোগ, কোন প্রকার নোটিস ছাড়াই রাজউক কর্তৃপক্ষ হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু করেছে। স্থানীয় লোকজন তাদের ঘরের আসবাবপত্র নেয়ারও সুযোগ দেয়নি। কামরুল ইসলাম দেয়ালের পাশে দাড়িয়েছিলো দেখা সত্ত্বেও রাজউকের লোকজন দেয়ালে ধাক্কা মারে। এতে কামরুল ইসলামের মৃত্যুর ঘটনা ঘটে। এ ব্যাপারে কথা বলতে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
×