ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৬:৩২, ১০ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে দুই ছেলের হাতে বাবা খুন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল শেখ (৬৫)। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে শরীফুল ইসলাম ওরফে শরীফ ও তার স্ত্রী হাবিবা খাতুন লাইজুকে আটক করেছে পুলিশ। নিহতের মেজ ছেলে আবু বাক্কার সিদ্দিক ওরফে সুরুজ জানান, ছোট ভাই শরীফ তার কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু এ টাকা তিনি ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের চেম্বারে সালিশ ডাকা হয়। কিন্তু সেখানে কোন মীমাংসা হয়নি। এ নিয়ে সোমবার সকালে বাড়িতে তাদের মধ্যে বাগ্্বিত-া শুরু হয়। এ সময় বাবা আবদুল শেখ তার (মেজ ছেলের) পক্ষ নেন। আর বড় ভাই আবু তাহের ওরফে সুজন ছোট ভাইয়ের পক্ষ নেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।এ সময় সুজন ও শরীফ তাদের বাবা আবদুল শেখকে প্রকাশ্যে গলাটিপে হত্যা করেন। পরে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাভার নিজস্ব সংবাদদাতা, সাভার, থেকে জানান, নিখোঁজের ৫ দিন পর সাভারে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আমিনবাজারের তুরাগ নদীর কেবলারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, ৪ জানুয়ারি আমিনবাজার সালেহপুর এলাকার ওমর ফারুকের স্ত্রী স্থানীয় একটি এনর্জিও’র স্বাস্থ্যকর্মী তানিয়া আক্তার লিজাকে পারিবারিক দ্বন্দ্ব মেটাতে তার দেবর অপু ব্যাংক কলোনি এলাকায় নিয়ে আসে। পরে সেদিন থেকে নিখোঁজ থাকে। এদিন দুপুরে তুরাগ নদীর কেবলারচর এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এদিকে, এ হত্যাকা-ে জড়িত সন্দেহে ওই গৃহবধূর শ^শুর মজিবর রহমান ও স্বামী ওমর ফারুককে বেগুনবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, সবুজ (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মিরপুর উপজেলার নওদাখাদিমপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
×