ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে অন্যের জমি বিক্রি করতে গিয়ে ধরা ৩ প্রতারক

প্রকাশিত: ০৬:৩১, ১০ জানুয়ারি ২০১৭

রূপগঞ্জে অন্যের জমি বিক্রি করতে গিয়ে ধরা ৩ প্রতারক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্যের জমি বিক্রি করতে গিয়ে ভেন্ডার ও স্থানীয়দের হাতে আটক হয়েছে তিন প্রতারক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে। আটক তিনজন সম্পর্কে জামাই, ভায়রা ও শ্বশুর হন। স্থানীয় জাল দলিল চক্রের সহায়তায় জমি সম্পাদন করতে গিয়ে আটক হয় তারা। পরে জমির টাকা ফেরত ও স্থানীয়দের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে তারা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় জাল দলিলের চক্রটি এলাকায় আছে বহাল তবিয়তে। প্রতারক চক্রের সদস্যরা হলো- দক্ষিণ কুমিল্লা থানার গোলচর এলাকার সামসুল হকের ছেলে মোবারক হোসেন, নোয়ালয় এলাকার দুলা মিয়ার ছেলে আবুল কাশেম ও সৈয়দপুর এলাকার নাজির মিয়ার ছেলে বাহারুল আলম। তেতলাব এলাকার সিরু খাঁর ছেলে সাইফুল ইসলাম জানান, তেতলাব মৌজার আরএস ৩৫৯ ও ৩৫২ দাগের সাড়ে ৬ শতাংশ জমি স্থানীয় জমির দালাল সিডু, মোবারক হোসেন, আজিজুল মাতবর ও আবুল হোসেন ঢালির মধ্যস্থতায় কুমিল্লা দক্ষিণ থানার সৈয়দপুর গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের জমি সাড়ে দশ লাখ টাকায় ক্রয় করেন। এক বছর আগে জমির মালিক আনোয়ার হোসেনের শ্বশুর আবুল কাশেম বায়না বাবদ চার লাখ টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে দেয়ার নামে ঘুরিয়ে আসছেন। জমির মালিক ও তার মেয়ের জামাই সৌদি থেকে এসে জমি রেজিস্ট্রি করে দেবেন বলে তারিখ দেন। গত ৮ জানুয়ারি আবুল কাশেম স্থানীয় দালালদের পরামর্শে তার ছোট মেয়ের জামাই বাহারুল আলমকে তার বড় মেয়ের জামাই সাজিয়ে জমি রেজিস্ট্রি করিয়ে দেয়ার জন্য জমির ক্রেতার কাছে আসেন। পরে বাকি ছয় লাখ টাকা জমির দালাল সিডু, মোবারক হোসেন, আজিজুল মাতবরের সামনে আবুল কাশেম ও তার কথিত মেয়ের জামাই আনোয়ার নামধারী বাহারুলের কাছে বুঝিয়ে দেন। পরে জমি রেজিস্ট্রি করার জন্য রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার পর জমি বিক্রেতা বাহারুল আনোয়ার সেজে দলিল সম্পাদন করার সময় ভোটার আইডি কার্ড ও পিতা-মাতার নাম সঠিকভাবে বলতে না পারায় দলিল লেখকদের সন্দেহ হলে আসল না নকল মালিক তা চ্যালেঞ্জ করেন। এ ঘটনায় জমির ক্রেতা সাইফুল ও তার লোকজন প্রতিবাদ করলে বেরিয়ে আসে দালাল চক্র ও আনোয়ারের শ্বশুরের জালিয়াতির ঘটনা। পরে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তাদের আটক রেখে মুচলেকা রেখে ও টাকা ফেরত দেয়ার স্বীকারোক্তি দিলে তাদের নিয়ে আসা হয় তেতলাব গ্রামে। পুলিশ উভয়পক্ষকে থানায় নিয়ে যায়। চকরিয়ায় ছাত্রীর রগ কর্তনকারী বখাটে গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রীকে ছুরিকাঘাতে রগ কর্তনকারী সেই বখাটেকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ইউপি চেয়ারম্যানের সহায়তায় পুলিশ ওই বখাটে যুবক মিনহাজকে গ্রেফতার করেছে। রবিবার দৈনিক জনকণ্ঠে ‘চকরিয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদ্রাসা ছাত্রীর রগ কর্তন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঐ বখাটেকে গ্রেফতারে নির্দেশ দেন। জানা যায়, চকরিয়া কোণাখালী সেনঘোনার মুদি দোকানি মোকতার আহমদের মেয়ে স্থানীয় হেদায়তুল উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রীকে (১৫) মাদরাসা যাওয়ার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করে ব্যর্থ হয় খাতুরবাপেরপাড়ার আবুল কাশেমের বখাটে ছেলে মিনহাজ উদ্দিন। বৃহস্পতিবার সকালেও মাদরাসা যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে বখাটে মিনহাজ ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে মেয়েটির দু’হাতের পাঁচটি রগ কেটে দেয়। ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া হাসপাতাল ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
×