ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বহিষ্কৃত কূটনীতিকের আনা বিলাস বহুল গাড়ি জব্দ

প্রকাশিত: ০৬:২৭, ১০ জানুয়ারি ২০১৭

বহিষ্কৃত কূটনীতিকের আনা বিলাস বহুল গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ কমলাপুর বন্দরে মিথ্যা ঘোষণায় আনা বাংলাদেশ থেকে বহিষ্কৃত উত্তর কোরিয়ার কূটনীতিক হ্যান সন ইকের আমদানি করা দামী বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার দুপুরে কমলাপুর আইসিডি থেকে গাড়িটি জব্দ করা হয়। গাাড়ির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। শুল্ককর প্রায় ২২ কোটি টাকা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, দীর্ঘদিন ধরে নজরদারির এক পর্যায়ে দুপুরে সবার উপস্থিতিতে আইসিডিতে আনীত কন্টেনারটি খোলা হয়। গাড়িটি ২০১৫ সালের সিলভার কালারের। এটি বিএমডব্লিউ এক্স ৫ হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল। ৬৬০০ সিসির এ গাাড়িটি অত্যন্ত বিলাসবহুল হিসেবে খ্যাতি রয়েছে। ইকের নামে আনা গাড়িটি গত আগস্টে সিগারেট চোরাচালানের দায়ে উত্তর কোরিয়ার কূটনীতিক হ্যান সন ইককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়। এর আগে উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারিকে ২৭ কেজি সোনা চোরাচালানের সময় হাতেনাতে ধরা হয়। একটি কন্টেনার পরীক্ষা করে প্রায় সাড়ে তিন কোটি টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও বিদেশী সিগারেটসহ অবৈধ পণ্য পাওয়া যায়। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল ১৪৩৮ হিজরী সনের পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ করবেন ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবদুর রাজ্জাক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। -বিজ্ঞপ্তি
×