ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেনে কাটা পড়েছে এক গৃহবধূ, মোটরবাইক ছিনতাই

প্রকাশিত: ০৬:২৭, ১০ জানুয়ারি ২০১৭

রাজধানীতে ট্রেনে কাটা পড়েছে এক গৃহবধূ, মোটরবাইক ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজিজ সুপার মার্কেটে অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। নয়াপল্টনে ছিনতাইকারীরা আবাসিক ভবনের নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে গ্যারেজ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। এছাড়া বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মালয়েশিয়ার প্রবাসী দুলাভাই-শ্যালক, ভায়রা বিদেশ থেকে আনা মালামাল খুইয়েছেন। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনে কাটা পড়ে ডালিয়া ডালিম ডলি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম আব্দুল মান্নান। তিনি স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের গোড়ানে ভাড়া বাসায় থাকতেন। ঢাকার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত ॥ এদিকে আজিজ সুপার মার্কেটে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। ছয়দিন পর সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে তার পরিচয় শনাক্ত করেন স্বজনরা। নিহত ওই যুবকের নাম সুমন সিকদার। তার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার বেঙ্গা গ্রামে। বাবার নাম সুকুমার সিকদার। সোমবার দুপুরের দিকে নিহতের মামাত ভাই বাসুদেব জানান, সুমন আজিজ মার্কেট এলাকায় থাকত। গত ২ জানুয়ারি সুমন মাগুরা সদর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ঘটনায় মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। খবর পেয়ে ঢামেক মর্গে এসে সুমনের মরদেহ দেখে চিনতে পারি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আজিজ মার্কেটের উদ্ধার হওয়া ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের তথ্যের মাধ্যমে তার স্বজনদের খোঁজ পাওয়া যায়। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আজিজ সুপার মার্কেটের চারতলার গাড়ির রাখার স্থান থেকে হাত-পা ভাঙা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। ছুরিকাঘাতে আহত নিরাপত্তারক্ষী ॥ রাজধানীর নয়াপল্টন এলাকায় দুর্বৃত্তরা একটি আবাসিক ভবনের নিরাপত্তারক্ষী শাহ আলমকে (৫০) ছুরিকাঘাত করে গ্যারেজে রক্ষিত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত নিরাপত্তারক্ষী শাহ আলম জানান, তিনি নয়াপল্টন ৫২ নম্বর ভবনের নিরাপত্তারক্ষী হিসেবে নিয়েছে। তিনি জানান, ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে ভাড়ায় মোটরসাইকেল রাখা হয়। ভোর ৫টার দিকে ভবনের সামনে টহল দিচ্ছিলেন তিনি। এ সময় তিন যুবক তার মুখে ছুরিকাঘাত করে তার কাছ থেকে চাবি নিয়ে ভবনের নিচতলায় রাখা মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পল্টন থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। নিরাপত্তারক্ষী শাহ আলম সুস্থ হলে ছিনতাইকারী চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে ওসি জানান। অজ্ঞান পার্টির খপ্পরে দুলাভাই, শ্যালক ও ভায়রা ॥ রাজধানীর বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মালয়েশিয়ার প্রবাসী দুলাভাই-শ্যালক, ভায়রা বিদেশ থেকে আনা মালামাল খুইয়েছেন। এরা হচ্ছে মালয়েশিয়া প্রবাসী মোঃ ফারুক (৩৫), তার শ্যালক জামাল হোসেন (২৮) ও ভায়রা মোঃ সবুজ (৩০)। সোমবার সকালে গুলিস্তান এলাকা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির শিকার সকলই বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার উপজেলার টেংরারচর গ্রামের। হাসপাতালে অচেতন প্রবাসী ফারুকের নিকটাত্মীয় শফিকুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে ফারুক মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় তাকে আনতে যান তার ভায়রা সবুজ ও শ্যালক জামাল। পরে তারা সেখান থেকে গুলিস্তানের বাসে উঠেন। বাসের মধ্যে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে বিদেশে থেকে মালামাল ভর্তি চারটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বাস হেলপার তাদের অচেতন অবস্থায় গুলিস্তানে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
×