ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

প্রকাশিত: ০৬:২৬, ১০ জানুয়ারি ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- অগ্নি সিস্টেমস ও বিডি অটোকার্স। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানি দুইটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, অগ্নি সিস্টেমস সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বিডি অটোকার্স ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার চিংড়ির পর সম্ভাবনা পাঙ্গাশ ও তেলাপিয়া মাছে বাংলাদেশে ৪ লাখ টন পাঙ্গাশ ও ৩ লাখ টন তেলাপিয়া উৎপাদন হচ্ছে। দেশে পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের প্রজাতি দুটির ব্যাপ্তি ঘটার সময় চাহিদা ও বাজার মূল্য অনেক বেশি থাকলেও এখন অনেকটাই কমেছে। কিন্তু প্রজাতি দুটি পুষ্টিমান ঠিক রেখে স্বল্প খরছে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হলে ফের এদের সুদিন ফিরে আসবে। তাছাড়া চিংড়ির পরই প্রজাতি দুটির বিদেশে রফতানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের আধুনিকায়নবিষয়ক দিনব্যাপী কর্মশালায় গবেষকরা এই তথ্য দেন। ডেনিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) অর্থায়নে বেলা ১১টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান গবেষক অধ্যাপক আখতারুজ্জামন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক সুভাষ চন্দ্র চক্রবর্তী। -বাকৃবি সংবাদদাতা
×