ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে লরি হামলাকারী আইএস সমর্থক ॥ নেতানিয়াহু

প্রকাশিত: ০৬:২৩, ১০ জানুয়ারি ২০১৭

জেরুজালেমে লরি হামলাকারী আইএস সমর্থক ॥ নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেমে লরি হামলাকারী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিল। হামলার সব আলামত এ ইঙ্গিতই দিচ্ছে। ওই হামলায় চার ইসরাইলী সেনা নিহত হয়। তবে তিনি তার দাবির সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করেননি। খবর বিবিসির। জার্মানির বার্লিন ও ফ্রান্সের নিস শহরের মতো জেরুজালেমে ইসরাইলী সৈন্যদের ওপর একটি লরি উঠিয়ে দেয় এক ফিলিস্তিনী। পরে ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়। ওই হামলার পর ইসরাইলের মন্ত্রিসভা এক জরুরী বৈঠকে নিরাপত্তার খাতিরে আইএস সমর্থকদের বিনাবিচারে আটকের প্রস্তাবে অনুমোদন দেয়। নেতানিয়াহু রবিবার বিকেলে হামলাস্থল পরিদর্শন করেন এবং বলেন, আমরা জানি যে এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী হামলা। যারা ফ্রান্স ও বার্লিনে হামলা চালিয়েছে তাদের সঙ্গে জেরুজালেমে হামলাকারীর অবশ্যই সংযোগ থাকতে পারে। লরি হামলাকারীর নাম ফাদি কুনবার বলে জানিয়েছে ইসরাইলী পুলিশ। ২৮ বছর বয়সী ওই ফিলিস্তিনী যুবক দেশটির পূর্বাঞ্চলীয় জেলা জাবেল মুকাবেরের বাসিন্দা। সঙ্গীত অপছন্দের কারণ... মানুষের কাছে সঙ্গীত অপছন্দের কথা অবাকই লাগবে। ফ্রান্সের বার্সিলোনা বিশ্ববিদ্যালয়, মন্টরিয়েল নিউরোলজিক্যাল সংস্থা (এমএনআই) ও কানাডার ম্যাকবিল বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক যৌথভাবে গবেষণা করে দেখেছেন মানব মস্তিষ্কের দুটি দিকের (কার্টিকাল ও সাবকার্টিকাল অংশের মধ্যে) যোগাযোগ ক্রমশ কমে যাওয়ার কারণে সঙ্গীত অপছন্দের ইচ্ছা তৈরি হয়। -ওয়েবসাইট বিপদে পড়লে টুইট পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অনাবাসী ভারতীয়দের উদ্দেশে টুইটারে লেখেন, নতুনভাবে উদ্যোগী হচ্ছি। বিদেশে বিপদে পড়লে সেখানকার ভারতীয় দূতাবাসকে টুইটারে সে কথা জানান। সঙ্গে আমাকেও ট্যাগ করুন। আপনাদের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে কিনা, ব্যক্তিগতভাবে তদারকি করব। জরুরি প্রয়োজনে বিপদসংকেত হ্যাশট্যাগ এসওএস লিখতে ভুলবেন না। সম্প্রতি ‘টুইটার সেবা’ বলে একটি প্রকল্পও চালু করেছেন। যার আওতায় বিদেশে অনাবাসী ভারতীয়দের সাহায্যকারী দফতর ও ২৯টি পাসপোর্ট দপ্তরের ১৯৮টি টুইটার এ্যাকাউন্ট আছে। -এনডিটিভি
×