ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিতর্কের মধ্যেই রাহুলকে আমন্ত্রণ চীনের

প্রকাশিত: ০৬:২৩, ১০ জানুয়ারি ২০১৭

বিতর্কের মধ্যেই রাহুলকে আমন্ত্রণ চীনের

ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চলতি মাসে বেজিং সফরে যাচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দেশটিতে যাচ্ছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার। বেশ কিছু বছর ধরেই চীন ও ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত আদান-প্রদানের রেওয়াজ চলে আসছে। একাধিকবার এমনই প্রতিনিধি দলের সদস্য হয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলের নেতারা চীন সফরে গেছেন। ভারত সফরে এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির নেতারাও। কিন্তু বর্তমানে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তাতে রাহুলকে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে চীনের সম্পর্কের শুরুটা মধুর হলেও যত সময় এগিয়েছে, তিক্ততা বেড়েছে দু’দেশের। পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তিতে বাধা প্রদান কিংবা জইশ নেতা মাসুদ আজহারকে প্রশ্রয় দেয়াসহ উরি হামলার পরে ভারত যখন পাকিস্তানের প্রতি চূড়ান্তভাবে আক্রমণাত্মক হতে চাইছে, সেই উদ্যোগে পাঁচিল তুলতে চাইছে চীন। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৩ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে সন্ত্রাসী হামলায় জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের (জিআরইএফ) তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোরে জম্মুর আখনুর সেক্টরে এ ঘটনা ঘটেছে। ‘সন্ত্রাসীরা’ রাত প্রায় দুটার দিকে জিআরইএফের শিবিরটিতে হামলা চালায়। জম্মুর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য শিবিরটিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। -এনডিটিভি
×