ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলা

আওয়ামী লীগ নেতা সুরুজ আলী কারাগারে

প্রকাশিত: ০৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৭

আওয়ামী লীগ নেতা সুরুজ আলী কারাগারে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় চাপরতলা ইউপি আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি মো. সুরুজ আলীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ৩০ অক্টোবর নাসিরনগর সদরে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের বিচারিক আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সুরুজ আলীকে রবিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। নাসিরনগরের ঘটনায় ৮টি মামলায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩০ অক্টোবর নাসিরনগরে হামলায় জড়িত অভিযোগ ওঠায় সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এছাড়া আবুল হাসেম ও মোঃ ফারুক মিয়া নামে আরও দু’জন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।
×