ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষসহ গ্রেফতার উপ-সচিব কারাগারে

প্রকাশিত: ০৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৭

ঘুষসহ গ্রেফতার উপ-সচিব কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার উপ-সচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। মিজানুর ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাকে সম্প্রতি সড়ক ও জনপথ অধিদফতরে প্রেষণে নিযুক্ত করা হয়। গত রবিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে ফাস্টফুডের দোকান বিএফসিতে ঘুষের টাকা নেয়ার পরপর তাকে গ্রেফতার করে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ দল। রাতেই দুদকের সহকারী পরিচালক এবি মনিরুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন। গতকাল সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় বলা হয়, যাত্রাবাড়ীর একটি সিএনজি স্টেশনের জমির মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে ইজারাদার মাইনুদ্দিন চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলেন। মন্ত্রণালয় এটি নিষ্পত্তির জন্য আবেদনটি পাঠায় সড়ক ও জনপথ অধিদফতরে। অধিদফতরের প্রধান প্রকৌশলী ওই বিরোধের ঘটনা তদন্তের দায়িত্ব দেন আইন কর্মকর্তা (উপ-সচিব) মিজানুর রহমানকে। মিজানুর ইজারাদার মাইনুদ্দিনের পক্ষে তদন্ত প্রতিবেদন দেয়ার আশ্বাস দিয়ে প্রথমে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। এরপর তিনি আরও ৯ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের বিষয়টি দুদক অবহিত হয়ে কমিশনের অনুমোদনক্রমে তাকে ঘুষের টাকাসহ গ্রেফতার করে।
×