ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভর্তি পরীক্ষার ফল বাতিল ॥ উৎকণ্ঠায় শিক্ষার্থী অভিভাবক

প্রকাশিত: ০৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে ভর্তি পরীক্ষার ফল বাতিল ॥ উৎকণ্ঠায় শিক্ষার্থী অভিভাবক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আটটি সরকারী স্কুলে নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আবার তা বাতিল ঘোষিত হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজারো শিক্ষার্থী এবং অভিভাবক। নতুন বছরের প্রথম মাসের ১০ দিন অতিবাহিত হলেও তারা কোন স্কুলে ভর্তি হতে পারেনি। সংশোধিত ফল ঘোষণায় আরও অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। নতুন করে ফল ঘোষিত হবে বিধায় গ্রেডিংয়ের ভিত্তিতে আগে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার চান্স পাবে কিনা তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। একইসঙ্গে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবকদের মধ্যে। চট্টগ্রামের ৮ সরকারী স্কুলে নবম শ্রেণীতে ৭৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ হাজার ৬৪৮টি। গত ৫ জানুয়ারি সকালে জেএসসিতে অর্জিত গ্রেডিংয়ের ভিত্তিতে ফল প্রকাশ করে সন্ধ্যার মধ্যে আবার সেই ফল বাতিল করা হয়। ভর্তির জন্য যোগ্য বিবেচিত শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎফুল্লভাব দেখা গেলেও ফল বাতিলের পর ফের হতাশা দেখা দেয়। অপরদিকে, চান্স না পাওয়াদের মধ্যে আশার সঞ্চার হয়। সব মিলিয়ে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া অভিভাবক মহলে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান সোমবার বলেন, বিদ্যালয় সমূহের মোট আসনের চেয়ে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামগ্রিক প্রক্রিয়াটি পুনর্বিবেচনা করতে হচ্ছে। তিনি জানান, ফল বাতিল করতে হয়েছে অধিকতরও স্বচ্ছতার জন্য। ফল ঘোষণার পর দেখা যায়, যারা ভর্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি তাদের মধ্যেও গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থী রয়েছে। এটি হয়েছে আসন সংখ্যা কম হওয়ায়। প্রতিবছরের মতো এবারও মেধার ভিত্তিতে সর্বোচ্চ গ্রেডে উন্নীত শিক্ষার্থীদের রোল নম্বর উঠে আসে। আসনের চেয়ে গোল্ডেন এ প্লাস বেশি হওয়ায় উঠে এসেছে আগে আবেদনকারী শিক্ষার্থীদের নম্বর। একই ফল করেও যারা বিবেচনায় আসেনি তাদের বিষয়টিও ভাবতে হচ্ছে। কেননা, পরে আবেদন করলে তারা বিবেচনার বাইরে থেকে যাবে তা হয় না। চট্টগ্রাম জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানানো হয়, স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের নির্বাচিত করার জন্য শিক্ষাবোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। গোল্ডেন জিপিএ ৫ বেশি হওয়ায় শিক্ষাবোর্ড থেকে মার্কশীট নেয়া হচ্ছে। এ প্রক্রিয়া শেষ করে নতুনভাবে ফল ঘোষণা করতে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। প্রসঙ্গত, জেএসসির ফলের ভিত্তিতে মেধা অনুযায়ী ভর্তির কার্যক্রম সম্পন্নের নির্দেশ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। সে অনুযায়ী চলছিল ভর্তি প্রক্রিয়া। কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এসে বাতিল হয়ে যায় ফল। তবে জেএসসিতে ভাল ফল করা শিক্ষার্থীরা স্বচ্ছতার ভিত্তিতে মূল্যায়িত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
×