ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় প্রতিবন্ধী ধর্ষণ

৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৭

৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লায় ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর ঘটনায় থানায় দায়ের করা অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ ও রুল জারি করে। আসামিকে গ্রেফতারের নির্দেশনা বাস্তবায়নে কতটা অগ্রগতি হলো তা ১৯ জানুয়ারি আদালতকে জানাতে বলা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে। গত ৭ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনার পর সোমবার স্বপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেয়। গত ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘কুমিল্লার বাঙ্গরা : বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মুজিবুর রহমান। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২৩ ডিসেম্বর গ্রামের পাশে একটি ব্রিকফিল্ডে প্রতিবন্ধী মেয়েকে ফুসলে নিয়ে যৌন নির্যাতন করে প্রতিবেশী নজরুল (৩০)। সে ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। এ সময় স্থানীয় কয়েক যুবক বখাটে নজরুলকে হাতেনাতে ধরেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় তারা কোন ব্যবস্থা নিতে পারেননি। পরদিন শনিবার প্রতিবন্ধীর ভাই নিজাম উদ্দিন ঘটনা শুনে নজরুলের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। তখন তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে নজরুল। আহত নিজামকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
×