ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেন্ডারবাজমুক্ত হবে নগর ভবন ॥ নাসিক মেয়রের দায়িত্ব নিয়ে জনতার উদ্দেশে বক্তব্য

দলমতের উর্ধে উঠে নগরবাসীর সেবা করব ॥ আইভী

প্রকাশিত: ০৫:৫২, ১০ জানুয়ারি ২০১৭

দলমতের উর্ধে উঠে নগরবাসীর সেবা করব ॥ আইভী

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি করপোরশনের (নাসিক) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। সোমবার বেলা ১১টায় নগরীর দেওভোগের পৈতৃক বাড়ি থেকে পায়ে হেঁটে নগরভবনে যান আইভী। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থক, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। হেঁটে আসার সময় তার বাড়ি থেকে নগর ভবন পর্যন্ত সড়কের দু’পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে অভিনন্দন জানান। পরে নগর ভবনে মেয়র আইভীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিবসহ কর্মকর্তা ও কর্মচারীরা লাল গোলাপের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান। এ সময় নগরভবনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে আইভীকে অভিনন্দন জানান। তারা ফুলের তৈরি নৌকা দিয়ে তাকে বরণ করেন । এদিন মেয়র আইভীর সঙ্গে দায়িত্ব নেন সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরও। দায়িত্ব গ্রহণের আগে মেয়র আইভী নগর ভবনের সামনে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। নগর ভবনে পৌঁছেই বারান্দায় দাঁড়িয়ে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কোন দিন শোধ করতে পারব না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। আপনারা নগরবাসী যে সম্মান নারায়ণগঞ্জের অন্যতম কৃতী সন্তান আমার বাবা আলী আহম্মদ চুনকা এবং তার এই মেয়েকে দিয়েছেন, আমি ও আমার পরিবার কোনদিন তা ভুলব না। তিনি আরও বলেন, পারিবারিক সূূত্রে, প্রজন্ম থেকে প্রজন্ম এই শহরবাসীকে সেবা দিয়েছেন আমার বাবা, আমার দাদা এবং দল আওয়ামী লীগকে। ২০০৩ সালে পৌরসভা নির্বাচনে আমাকে আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পরবর্তীতে ২০১১ সালে ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন দোয়াত কলমে, তখন আমি জনতার প্রার্থী ছিলাম, আপনাদের প্রার্থী ছিলাম। অন্যায় অবিচারের প্রতিবাদ করেছিলেন আপনারা। নারায়ণগঞ্জের মানুষকে ৩০ বছরের জুলুম অত্যাচার, নির্যাতন থেকে মুক্ত করেছিলেন দোয়াত কলমে ভোট দিয়ে। ঠিক একইভাবে গত ২২ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করেছেন নৌকায় ভোট দিয়ে, জয়তু শেখ হাসিনা। আমি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছি, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ওয়াদা করছি, এই নগর ভবন হবে সার্বজনীন। মেয়র হিসেবে আমি সকল নগরবাসীর সেবা করব। সবার জন্য সমান সুযোগ থাকবে এখানে। দলীয়ভাবে আমি আইভী আওয়ামী লীগের কর্মী, শেখ হাসিনার কর্মী। কোনদিন বেইমানি করব না আওয়ামী লীগের সঙ্গে। তেমনি বেইমানি করব না, নারায়ণগঞ্জবাসীর সঙ্গেও। দলমতের উর্ধে উঠে নগরবাসীর সেবা করে যাব। নগরভবন হবে টেন্ডারবাজমুক্ত ও দখলদারমুক্ত। অত্যাচার, অবিচারের প্রতিবাদে আইভী সব সময় ছিল, সব সময় থাকবে। আপনাদের দোয়া নিয়ে আমি এই নগরকে সাজাতে চাই। অতীতে যেভাবে আপনারা চেয়েছেন এবং ইতোমধ্যে দেখেছেন, এই জিমখানা লেক করতে গিয়ে আমাকে কত হেনস্থা হতে হয়েছে। আমরা এই লেক করবই করব। আমরা বাবুরাইল খালকে দখলমুক্ত করে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে উন্মুক্ত করে দিব। শীতলক্ষ্যা সেতু করব ইনশাল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে শীতলক্ষ্যা সেতুর কথা বলেছি। আশা করি আমাদের প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীর ডাকে, বন্দরবাসীর ডাকে এবং লক্ষ্যাপাড়ের মানুষের হৃদস্পন্দন শুনে তিনি যেমন আইভীর হাতে নৌকা তুলে দিয়েছিলেন। ঠিক একইভাবে এই লক্ষ্যাপাড়ের মানুষের ডাকে উনি একটি সেতু অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ। আমি আজ থেকে আগামী ৫ বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আমি শুধু আপনাদের জন্য কাজ আর কাজই করে যাব। দায়িত্ব গ্রহণ করে মেয়রের চেয়ারে বসে ডা. সেলিনা হায়াত আইভী সাংবাদিকের বলেন, আমার যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো মানুষের চাহিদা। আমি সেইসব চাহিদা মোতাবেক কাজ করতে চাই। নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ক্লিন ওয়াটার ও প্লে গ্রাউন্ডসহ নারায়ণগঞ্জকে প্ল্যান করে সাজাতে চাই। প্রত্যেকটি ওয়ার্ডে না হলেও তিনটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও সবুজ থাকবে এবং প্রত্যেকটি খালকে খনন করতে চাই -এই কাজগুলো আমাদের আগেই করা হয়েছে, সেই চলমান কাজগুলো শেষ করতে চাই আগে। দীর্ঘদিনের বন্দরবাসীর দাবি শীতলক্ষ্যা সেতু সেটা আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। জনগণের দাবি আমি তুলে ধরেছি, সেটার আমি চেষ্টা করে যাব। আইভী আরও বলেন, আমি পৈতৃক সূত্রে আওয়ামী লীগ করি, কিন্তু বিগত ১৩ বছর আমি (পৌরসভা ও সিটি কর্পোরেশন) দলমতের উর্ধে উঠে কাজ করেছি। যার ফলে দলমতের উর্ধে উঠেই মানুষ নৌকায় আমাকে ভোট দিয়েছে। আমি আশা করব, আমার এই নিরপেক্ষতা সিটি কপোরেশনে বজায় রাখবো চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত। আমি নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই নগর পূর্বে যেমন প্রভাবমুক্ত, টেন্ডারমুক্ত এবং দুর্নীতিমুক্ত ছিল আগামী ৫ বছর আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। তিনি বলেন, পূর্বেও সিটি কর্পোরেশনে দুর্নীতি ছিল না উল্লেখ করে তিনি বলেন, এখানে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমার পরিচয় আওয়ামী লীগ, কিন্তু আমি দলের উর্ধে উঠে সিটি কর্পোরেশনের কাজ করব। এখনো কোন ধরনের টেন্ডার, অপকর্ম, স্বজনপ্রীতির আশ্রয় পাবে না। নগরবাসীর জন্য নগর ভবন সর্বদা উন্মুক্ত থাকবে। আমি সকলের মেয়র, আমি শুধু একক কোন দলের নয়। আমি আবার বলি, আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার বাবা আলী আহম্মদ চুনকা, জননেত্রী শেখ হাসিনার। কিন্তু আমি কাজ করব দলমতের উর্ধে উঠে সকল মানুষের জন্য। সেখানে কোন ভেদাভেদ থাকবে না। গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে ৮০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বিজয়ী হন।
×