ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুর্লভ কাচের কয়েন

প্রকাশিত: ০৫:৪৯, ১০ জানুয়ারি ২০১৭

দুর্লভ কাচের কয়েন

তামার স্বল্পতা মোকাবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাচের তৈরি একটি পেনি ৫৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। ব্রিটিশ মুদ্রার ক্ষুদ্রতম একককে পেনি বলা হয়। মার্কিন মুদ্রা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মিন্ট ১৯৪২ সালে দেশের গোলাবারুদের জন্য তামার সরবরাহ ঠিক রাখতে প্লাস্টিক ও রাবারের মতো ধাতু দিয়ে কয়েন তৈরির চেষ্টা করেছিল। ঠিক ওই সময় তারা পরীক্ষামূলকভাবে কাচের কয়েন তৈরি করে। কিন্তু কাচের তৈরি এসব কয়েন সফলতার মুখ দেখেনি। কারণ এসব কয়েনের মুদ্রণ যথাযথ ছিল না। এগুলোর ওজন ও আকার একরকম হয়নি এবং ধারাল প্রান্তের আঘাতে মানুষের আঙ্গুলও কাটতে থাকে। ধারণা করা হচ্ছে, কাচের তৈরি কয়েনের অধিকাংশই ধ্বংস হয়েছে। তবে একটি মাত্র কয়েন অক্ষত অবস্থায় আছে বলে জানা গেছে। আরেকটি কয়েনের সন্ধান জানা গেলেও সেটি ভেঙ্গে একেবারে দুই ভাগ। আবিষ্কৃত কাচের কয়েনটি মার্কিন লেখক রজার ডব্লিউ বারডেট নিলামে তোলেন। কয়েনটি তিনি একটি গ্লাস কোম্পানির কাছ থেকে পান। ফ্লোরিডায় নিলামে দুর্লভ এ মুদ্রা ২৪ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে প্রথমে ধারণা করা হয়। কিন্তু এই অনুমান একেবারে গুঁড়িয়ে দিয়ে ৫৭ হাজার পাউন্ডে বিক্রি হয় এটি। - ডেইলি মেইল
×