ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কমবে অভিবাসন ব্যয়

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের দ্বার খুলে যাচ্ছে

প্রকাশিত: ০৫:৪৯, ১০ জানুয়ারি ২০১৭

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের দ্বার খুলে যাচ্ছে

ফিরোজ মান্না, কুয়ালালামপুর থেকে ॥ মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের দ্বার যে কোন সময় খুলে যাচ্ছে। সব প্রক্রিয়াই চূড়ান্ত করেছে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে কর্মী নিয়োগে নয়, অনলাইনে হবে নিয়োগ। এজন্য মালয়েশিয়া সরকার ৫টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। যারা মালয়েশিয়া সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এই প্রক্রিয়ায় কর্মী নেয়া শুরু হলে কমে যাবে অনিয়ম-দুর্নীতি। অভিবাসন ব্যয় কমে যাবে। কর্মীরা হবে না প্রতাড়িত। সিনারফ্লাক্স ও বেস্টিনেট নামে মালয়েশিয়ান দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বেস্টিনেটের প্রতিষ্ঠাতা দাতো শ্রী মোহাম্মদ আমিন বিন আব্দুল নুর সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, নতুন প্রক্রিয়ায় বাংলাদেশের কর্মী নিয়োগে তাদের নিরাপত্তা, বীমা, বেতন-ভাতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন কর্মীরা বৈধভাবে মালয়েশিয়ায় এলে এসব সুযোগ-সুবিধা চাকরিতে যোগদানের দিন থেকেই পাবেন। বাংলাদেশের কর্মীরা এর আগে নানা ঝুঁকিপূর্ণ পথে মালয়েশিয়ায় এসেছে। এতে বিভিন্ন সময় শ্রম বাজারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে শ্রমিকরাও হয়েছে প্রতাড়িত। প্রতারণার শিকার হয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। দেশে ঘরবাড়ি হারিয়েছে। সুদে টাকা নিয়ে ঋণের জালে জড়িয়েছে। এই অসহায় কর্মীদের পাশে দাঁড়ানোর মতো মালয়েশিয়া ও বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ সময় এভাবেই চলতে ছিল বাজারটি। কিন্তু, এই অবস্থা পরিবর্তন করে সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্য দিয়ে কর্মী নিয়োগ করার একটি পথ খুঁজতে থাকি আমি। অনেক গবেষণার পর অনলাইন পদ্ধতিতে কর্মী নিয়োগের বিষয়টি মালয়েশিয়া সরকারকে বুঝাতে সক্ষম হই। পরবর্তীতে মালয়েশিয়া সরকার অনলাইন পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়টি অবহিত করলে বাংলাদেশও একমত হয়। উভয় দেশই চেয়েছে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি শ্রমিকের স্বার্থ রক্ষা করা। অনলাইন পদ্ধতিতে কর্মী নিয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারের নির্দেশ পেলেই যে কোন সময় কর্মী নিয়োগ শুরু হবে। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের বিদেশী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সম্পৃক্ত এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিনারফ্ল্যাক্স-এর চেয়ারম্যান শেখ ইয়াহিয়া বলেন, বাংলাদেশীসহ বিদেশী কর্মী নিয়োগের বিষয়ে তারা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। যে কোন সময় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের অনুমোদন পেলেই, তারা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবেন। এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনভিত্তিক আধুনিক প্রক্রিয়া অনুসরণ করে কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের দ্বার যে কোন সময় খুলছে। মালয়েশিয়া সরকারের ঘোষণা পেলেই কর্মী নিয়োগ শুরু হবে। এবার নতুন পদ্ধতিতে কর্মী নিয়োগে প্রতারণা বন্ধ হবে। চাকরির নিরাপত্তা থাকবে।
×