ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা

প্রকাশিত: ০৫:৪৮, ১০ জানুয়ারি ২০১৭

আজ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা

বিশেষ প্রতিনিধি ॥ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় আওয়ামী লীগের জনসভা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় ব্যাপক জনসমাগম ঘটানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। জনসভাকে সফল করতে গত দুই সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয়েছে যৌথসভা, বর্ধিত সভা। ঢাকাসহ আশপাশের সকল জেলা থেকেও আজকের সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার বিকেলে জনসভা মঞ্চ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘জনসভার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক লাখ মুজিবপ্রেমী এ জনসভায় অংশ নেবেন। জনসভা সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর এটাই প্রথম জনসভা। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া উন্নয়নের মহাসড়কে অভিযাত্রায় কিছু বাধা ও সাম্প্রদায়িকতা-উগ্রবাদ প্রতিরোধ ও প্রতিহত করার নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। বিএনপির নেতৃত্বের পরিবর্তন দরকার- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কর্মসূচী ঘোষণা করলেও রাজপথে বিএনপির কোন নেতাকর্মীর দেখা মেলে না। মিডিয়ার সামনে তারা শুধু হুঙ্কারই ছাড়ে। কিন্তু তাদের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। আসলে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপির এ মুহূর্তে নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন। সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ-ভাসানীর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, আমরা পেট্রোলবোমা ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে চাই না। আমরা চাই একটি গণতান্ত্রিক ও শক্তিশালী বিএনপি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে না পেরে নানা চক্রান্ত অব্যাহত রেখেছে। খালেদা জিয়া শুধু বিএনপিরই প্রধান নন, পেট্রোলবোমা বাহিনীরও প্রধান। ন্যাপ-ভাসানির চেয়ারম্যান এম এ ভাসানির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মোঃ কাওছার, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
×