ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাসলাইন বসাতে ১৩ হাজার গাছ কাটার প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

গ্যাসলাইন বসাতে ১৩ হাজার গাছ কাটার প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ দ্বিগুণ গাছ লাগানোর নির্দেশসহ গ্যাস সঞ্চালন লাইন বসাতে গাজীপুরে বন বিভাগের ১৩ হাজারেরও বেশি গাছ কাটার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত তিন কিলোমিটার তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন। এছাড়া মন্ত্রিসভা আনসার ব্যাটালিয়ন সদস্যদের চাকরি স্থায়ীকরণের (কনফার্ম) লক্ষ্যে এ সম্পর্কিত আনসার ব্যাটালিয়ন (সংশোধনী) ২০১৬ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পাশাপাশি মন্ত্রিসভায় একাত্তরে পাকিস্তান সরকারের পক্ষ ছেড়ে মুক্তিযুদ্ধে যোগদানকারী কূটনীতিক, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর তিনি বলেন, জয়দেবপুর মোড় থেকে শ্রীপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের উভয় ধরনের গাছ কাটা ও অপসারণের অনুমতি দেয়া হয়। এই সঞ্চালন লাইন স্থাপনের ফলে চারাসহ মোট ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটা পড়বে। এর মধ্যে বিক্রয়যোগ্য গাছের সংখ্যা ৪ হাজার ১১টি এবং বাকি ৯ হাজার ৩৪৫টি চারাগাছ। জাতীয় স্বার্থে গাছ কাটার এই সিদ্ধান্ত নেয়া হলেও তিতাসকে এর দ্বিগুণ পরিমাণ গাছ লাগাতে মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, একটি গাছ কাটলে অন্তঃত পক্ষে দু’টি গাছ লাগাতে হবে। সেটি দেশের যে কোন স্থানে হতে পারে। তবে গাছগুলো কোথায় লাগানো হয়েছে তা সরকারকে অবহিত করতে হবে। শফিউল আলম বলেন, ২০২২ সাল পর্যন্ত এ ধরনের গাছ কাটায় নিষেধাজ্ঞা থাকায় অনুমোদনের জন্য এটা মন্ত্রিসভায় আনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছ কাটা এড়িয়ে এই লাইন স্থাপন সম্ভব না। গাছ লাগানোর শর্তে বিভিন্ন সংস্থা গাছ কাটার অনুমতি নিলেও পরে তা পূরণ করে না-এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মন্ত্রণালয় সেটা দেখে। গাছ লাগানোর প্রস্তাবটি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে উত্থাপন করা হয়। আনসার ব্যাটালিয়ন সদস্যদের চাকরি স্থায়ীকরণের (কনফার্ম) লক্ষ্যে এ সম্পর্কিত আনসার ব্যাটালিয়ন (সংশোধনী) ২০১৬ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি পাস হলে ৬ বছর দায়িত্ব পালনের পর এই আধা পুলিশের (প্যারা পুলিশ) একজন সদস্যের চাকরি স্থায়ী হবে। আগে এর মেয়াদ ছিল ৯ বছর। অর্থাৎ ৬ বছর সংযুক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করলে একজন আনসার সদস্যের চাকরি স্থায়ীকরণের বিবেচনায় আসবে।
×