ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকার বনানীসহ তিন স্থানে অগ্নিকাণ্ড ॥ কেউ আহত হয়নি

প্রকাশিত: ০৫:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

ঢাকার বনানীসহ তিন স্থানে অগ্নিকাণ্ড ॥ কেউ আহত হয়নি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার বনানীতে একটি বহুতল ভবনে, পুরান ঢাকার সিএমএম আদালতের মালখানায় ও সচিবালয়ের সামনে সেখানকার স্টাফদের বহনকারী বিআরটিসির একটি দু’তলা বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বনানীর অগ্নিকাণ্ডের সময় আশপাশের ভবনগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আতঙ্কে ভবনটি থেকে এক যুবক লাফিয়ে পড়লে বৈদ্যুতিক তারের জঞ্জালে আটকে যায়। এজন্য আহত হয়নি। এছাড়া পাশের ভবন থেকে ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়া এক মহিলাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভবনটি থেকে অন্তত অর্ধশত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে ফায়ার সার্ভিস। মাত্র আধঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে ভয়াবহ অগ্নিকা-ের হাত থেকে রক্ষা পায় অন্তত তিনটি বহুতল ভবন। তবে আগুনের কারণে আশপাশে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। বৈদ্যুতিক গোলযোগ থেকে বনানীর ওই বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা। সোমবার দুপুর আড়াইটার দিকে বনানী বাণিজ্যিক এলাকার ১৭ নম্বর সড়কের ২১ নম্বর ১৯ তলা বসতি হরাইজন নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় কার পার্কিং। ভবনটিতে অবস্থিত পরিবর্তন ডট কম নামের একটি অনলাইন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ওয়ারেচ্ছুনবী খন্দকার বলছিলেন, তিনি লিফট দিয়ে নামছিলেন। এ সময় আচমকা বিদ্যুত চলে যায়। লিফট বন্ধ হয়ে যায়। খানিক পরই জেনারেটর চালু হয়। এতে করে লিফটও চালু হয়। লিফট দু’তলায় গেলে দরজা খুলে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। ধোঁয়ায় সবার দম বন্ধ হয়ে আসছিল। এ সময় যে যার যার মতো যে যেদিকে পারছিল দৌড়ে চলে যান। ধারণা করা হচ্ছে, বিদ্যুত চলে যাওয়ার পর জেনারেল চালুর করার পর পরই বৈদ্যুতিক তারে কোন গ-গোল হয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস্) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দ্রুত কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারেনি। ভবনটিতে আটকা পড়া সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক প্যানেল বোর্ডে গোলযোগের সূত্র ধরে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে পাশে দুইটি ভবনসহ তিনটি ভবনেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। ভবনের নিচে বেশ কয়েকটি মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলের অনেক কিছু পুড়ে গেছে। তবে মোটরসাইকেলে থাকা জ্বালানিতে আগুন ধরার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। মাত্র আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিকেল চারটায় আগুন পুরোপুরি নির্বাপণ করে চলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সরেজমিনে দেখা গেছে, ভবনটি লাগোয়া ২০ তলা বেসরকারী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ২২ তলা সেরিনা হোটেল। চারদিকে সব রাস্তা বন্ধ। এ সময় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। আতঙ্কে আশপাশের সব ভবনের বাসিন্দারা নিচে নেমে গেছেন। ঘটনার পর পরই ভবনটির পঞ্চম তলা থেকে দ্রুত খালি পায়ে বেরিয়ে আসা নীল সাগর নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসরিন (৩০) বলছিলেন, তিনি যথারীতি কাজ করছিলেন। আচমকা ধোঁয়া তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। চারদিকে চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছিল। বেরিয়ে দেখি, ভবন থেকে দ্রুত সব লোকজন যে যার যার মতো বেরিয়ে যাচ্ছে। তিনিও হাতে থাকা মোবাইলটি নিয়েই বেরিয়ে পড়েন। ভবনে অনেক লোকজন আটকা পড়েছিল। প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা শান্তুনু বিশ্বাস জানান, ভবনটিতে কম করে হলেও শতাধিক লোক আটকা পড়েছিল। পরে অনেকেই নিজ উদ্যোগে বেরিয়ে এসেছেন। অনেককে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করেছেন। বিকেল চারটার দিকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবন থেকে মাঝ বয়সী এক মহিলাকে ট্রেচারে শুইয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। সেখানে দায়িত্বরত রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা জানান, ধোঁয়ায় ওই মহিলা শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ভবনটির চারতলা এক তরুণ লাফিয়ে পড়লে মাটি থেকে ১০-১২ ফুট ওপরে থাকা তারের কু-ুিলতে আটকে পড়ে। পরে সেখান থেকে নেমে পড়ে। এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। আগুন আতঙ্কে পাশে থাকা সেরিনা হোটেলের সব লোকজন নেমে যান। এছাড়া আশপাশে থাকা সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে রাস্তা খুলে দেয়া হয়। স্বাভাবিক হয়ে যায় যানবাহন চলাচল। আদালতের মালখানায় অগ্নিকাণ্ড ॥ সোমবার বেলা এগারোটার দিকে পুরান ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পুরাতন মালখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদালতের দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি সিগারেটের আগুন থেকে আগুন লেগে ছিল বলে মালখানার দায়িত্বরত পুলিশ সদস্যদের ধারণা। আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিআরটিসির বাসে অগ্নিকাণ্ড ॥ সোমবার বিকেল পাঁচটার দিকে সচিবালয়ের বিদ্যুত ভবনের সামনে সচিবালয়ের স্টাফদের নিয়ে মিরপুরে যাওয়ার সময় বিআরটিসির একটি দোতলা বাসে আচমকা আগুন লেগে যায়। আগুন কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, বাসে আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যাত্রীরা দ্রুত নেমে যান। যাত্রীরা নেমে যাওয়ার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। কয়েক যাত্রীর ব্যাগ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভায়। ফায়ার সার্ভিস জানায়, বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে।
×