ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৯০ ল্যাপটপ উদ্ধার

প্রকাশিত: ০৮:১৭, ৯ জানুয়ারি ২০১৭

রাজধানীতে চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৯০ ল্যাপটপ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চুরি-ছিনতাই চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খলিল গাজী, আব্দুল কালাম, এমদাদুল হক, হাসিবুর রহমান শুভ্র, মনির বেপারী ও মুশফিকুর রহমান। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি জানান, শনিবার রাতে রাজধানীর মিরপুর, পল্টন ও পান্থপথ এলাকা থেকে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। এই চক্রের সদস্যরা রাস্তার পথচারী বা রিক্সাযাত্রীদের ব্যাগ টান দিয়ে বা ভয় দেখিয়ে ল্যাপটপ ও ব্যাগ ছিনতাই করা ছাড়াও বিভিন্ন কৌশলে ল্যাপটপগুলো চুরি করত। তিনি জানান, প্রথমে খলিল, কালাম, এমদাদুল ও মুশফিকুরকে আটক করা হয়। পরে তারা জানান, চোরাই ল্যাপটপ তাদের নেতা মনির বেপারীর কাছে জমা আছে। বিনিময়ে তাদের টাকা দেয়া হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, মনির বেপারীকে আটক করা হয়। আটক মনির বেপারী জানায়, তার কাছ থেকে হাসিবুর রহমান শুভ্র নামে একজন ল্যাপটপগুলো কিনে নিয়ে যান। পরে, দারুস সালামের নিজ বাসা থেকে শুভ্রকে আটক করা হয়। শুভ্র ল্যাপটপগুলো খানিকটা ঘঁষামাজা করে অনলাইনের মাধ্যমে বিক্রি করত বলেও জানায় সে। তাদের দেয়া তথ্যমতে, শুভ্রর বাসা থেকে ৫৬টি ও রাজধানীর একটি মার্কেট থেকে আরও ৩৪টি ল্যাপটপসহ মোট ৯০টি ল্যাপটপ জব্দ করা হয়। আব্দুল বাতেন বলেন, ধারণা করা হচ্ছে এ চক্রের সঙ্গে আরও সদস্য জড়িত রয়েছে। তাদের আটক করতে চেষ্টা অব্যাহত আছে।
×