ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নকল-নবিসদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: ০৮:১৭, ৯ জানুয়ারি ২০১৭

নকল-নবিসদের আন্দোলন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে রবিবার দুপুরে তার সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবিস) এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের আলোচনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত নকল-নবিসরা তাদের সকল প্রকার আন্দোলন ও কর্মসূচী প্রত্যাহার করেছেন। এসময় নকল-নবিসদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে রবিবার থেকেই তাদের সকল প্রকার আন্দোলন ও কর্মসূচী প্রত্যাহার, ৩১ জানুয়ারির মধ্যে ৫০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করে বকেয়া পরিশোধ করা, আগামী অর্থ বছর থেকে প্রতি মাসে পারিশ্রমিক পরিশোধে বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা; ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ বিধি প্রণয়নে নীতিমালার খসড়া তৈরি, নকল-নবিসদের রেমুনারেশন বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ, মার্চ মাসের দিকে আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা, আন্দোলনরত নকল-নবিসদের বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না।
×