ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-বাংলাদেশ টেস্টের ভেন্যু নিয়ে জটিলতা!

প্রকাশিত: ০৬:১০, ৯ জানুয়ারি ২০১৭

ভারত-বাংলাদেশ টেস্টের ভেন্যু  নিয়ে জটিলতা!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দলের বহুল প্রতিক্ষিত ভারত সফরের একমাত্র টেস্ট ম্যাচের (৯ ফেব্রুয়ারি- ২০১৭) ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ প্রথম থেকেই এটি কলকাতার ইডেন গার্ডেনে খেলতে চেয়েছিল। কিন্তু গত বছর আগস্টে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) জানিয়ে দেয়, ম্যাচটি হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখন হায়দরবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশন (এইচসিএ) বলছে, পর্যাপ্ত ফান্ডের অভাবে তাদের পক্ষে এটি আয়োজন করা সত্যি কঠিন। ফলে খুব শীঘ্রই তারা বিসিসিআইর সঙ্গে সভায় বসতে যাচ্ছে বলে রবিবার স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। পনের বছর আগে ঘরের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্টের প্রতিপক্ষ ভারত এ পর্যন্ত টাইগারদের তাদের দেশে আমন্ত্রণ জানায়নি। বরাবরই বাণিজ্যিক ক্ষতির অজুহাত দেখিয়ে প্রভাবশালী বিসিসিআই পাশ কাটিয়ে এসেছে। প্রথমে ম্যাচটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এ বছর ফেব্রুয়ারিতে পুনঃনির্ধারণ করা হয়। গত আগস্টে বিসিসিআই জানিয়েছিল, হায়দরাবাদে ভারত-বাংলাদেশ একমাত্র টেস্ট ২০১৭’র ৮ ফেব্রুয়ারি শুরু হবে। পরিবর্তিত সূচীতে সেটি এখন ৯ ফেব্রুয়ারি শুরু হবে। বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এমনটাই উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আগে থেকেই বিরাট কোহলিদের বিপক্ষে মাঠে নামার আগে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। অতিথিদের চাওয়া ছিল সেটি যেন কলকাতার ইডেন গার্ডেনে হয়। কিন্তু সেটিও হায়দরাবাদেই হবে বলে জানা গেছে। অর্থিক সঙ্কটে মূল ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হলেও এইচসিএ তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনে রাজি আছে। যেটি ৩ অথবা ৪ ফেব্রুয়ারি শুরু হতে পারে। তবে এখনও প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। দেড় দশকে বাংলাদেশ বিশ্বের সব টেস্ট খেলুড়ে দেশ সফর করলেও কেবল ভারতই বাকি রয়েছে। তাই একমাত্র এই টেস্ট ম্যাচটিকে ঘিরে আগ্রহ অনেক।
×